নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে রান্না গ্যাস বিলিতে রেকর্ড গড়ল জলদাপাড়া ওয়েস্ট রেঞ্জের কুঞ্জনগর বীট। বুধবার কুঞ্জনগর বীটের উদ্যোগে বনবস্তি বাসীদের বিনামূল্যে রান্না গ্যাস বিতরণ করা হল।এদিন প্রধানমন্ত্রীর উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে ৮১ জন মহিলার হাতে রান্নার গ্যাস সহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।
গ্যাস পেয়ে রিঙ্কু দাস জানান,গ্যাস পেয়ে এখন আর জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে জ্বালানির উপর নির্ভর করতে হবে না ।বিমল দেবনাথ বলেন,কুঞ্জ নগর বীটের ৮১ জন মহিলার হাতে বিনা মূল্যে উজ্জ্বলা প্রকল্পের গ্যাস তুলে দেওয়া হল । জ্বালানির জন্য এদের জঙ্গলের উপর নির্ভরতা কমবে,সময়ও বাঁচবে। আচার জীব বৌচিত্র্যের ক্ষতি হবে না।এদিনের গ্যাস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুঞ্জ নগরের বীট অফিসার সুজিৎ কুমার বর্মা সহ অনান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুনঃ সন্তানের মৃত্যুর সঠিক তদন্তের স্বার্থে ধর্মান্তরিত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584