২০২০-তে নারী নির্যাতনের রেকর্ড অভিযোগ! বেশিরভাগই গার্হস্থ্য হিংসা, শীর্ষে যোগী রাজ্য

0
117

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিগত ৬ বছরের রেকর্ড ভেঙে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা ২০২০-তে বেড়ে দাঁড়িয়েছে ২৩,৭২২, তালিকার শীর্ষে যোগীর রাজ্য উত্তর প্রদেশ। ১১,৮৭২ টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে সেখানে। এই তালিকায় দশম স্থানে রয়েছে বাংলা।

women torture | newsfront.co
প্রতীকী চিত্র

দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ,২০২০ সালে মহিলাদের ওপর ঘটা অপরাধের সংখ্যা ২৬৩৫ টি। এরপর হরিয়ানা (১,২৬৬), মহারাষ্ট্র (১,১৮৮)। দশম স্থানে থাকা বাংলায় গত বছর মহিলাদের বিরুদ্ধে ৪৫৮টি অপরাধ হয়েছে। জাতীয় মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে সমস্ত ঘটনা গুলির মধ্যে ৫২৯৪টিই গার্হস্থ্য হিংসার ঘটনা।

আরও পড়ুনঃ সরকার-কৃষক সপ্তম দফার বৈঠক আজ, দাবি আদায়ে অনড় কৃষকেরা

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, মার্চ মাসে লকডাউন জারি হওয়ার পরই গার্হস্থ্য হিংসার ঘটনা বেড়ে যায়। জুলাই মাস পর্যন্ত সর্বাধিক গার্হস্থ্য হিংসার রিপোর্ট আসে। এসবেরই প্রতিফলন দেখা গিয়েছে বার্ষিক রিপোর্টে। সারা বছরে পাঁচ হাজারেরও বেশি গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের হয়েছে। তথ্য বলছে, সম্মানের সঙ্গে বাঁচার অধিকার কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে ৭ হাজার ৭০৮টি। এ ধরনের অপরাধের সংখ্যাই সবচেয়ে বেশি।

আরও পড়ুনঃ বুনিয়াদপুরে লাইসেন্স রিনিউ না করেই চলছিল নার্সিংহোম, সিল করল প্রশাসন

রিপোর্ট অনুযায়ী এক তৃতীয়াংশ অভিযোগ এসেছে বিবাহিত মহিলাদের ওপর পণের কারণে নির্যাতন যার সংখ্যা ৩৭৮৪, যৌন নির্যাতনের অভিযোগ ১৬৭৯টি। এছাড়াও মহিলা অভিযোগকারীর ক্ষেত্রে পুলিশের উদাসীনতার অভিযোগ ১২৭৬ এবং সাইবার ক্রাইমের অভিযোগ ৭০৪ টি।

ধর্ষণের অভিযোগ ১২৩৪ এবং ধর্ষণের চেষ্টার অভিযোগ ৩৭৬ টি।জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সমস্ত মহিলাদের উৎসাহিত করেন, যে তাঁরা যেন যেকোন সমস্যায় মহিলা কমিশনে যোগাযোগ করেন। মহিলা কমিশন যাবতীয় সহায়তা দিতে দায়বদ্ধ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here