এবিটিএ ‘র উদ্যোগে প্রয়াত দুই প্রাক্তন শিক্ষক নেতার স্মরণ সভা

0
126

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

remembrance meeting initiative by ABTA | newsfront.co
নিজস্ব চিত্র

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের প্রয়াত দুই প্রাক্তন নেতৃত্ব শুভেন্দু রায় ও অমর বসুর স্মরণে বিশেষ সভা অনুষ্ঠিত হলো শনিবার বিকেলে। সমিতির জেলা দপ্তর গোলকপতি ভবনে আয়োজিত এই সভায় শোক প্রস্তাব উত্থাপনের পাশাপাশি দুই নেতার বর্ণময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবিটিএ”র জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ। স্মৃতি চারণ করেন এবিটিএ’র প্রাক্তন জেলা নেতৃত্ব রবীন্দ্রনাথ ঘোষ, অশোক ঘোষ প্রমুখ।

remembrance meeting initiative by ABTA | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সুন্দরবনকে প্লাস্টিক মুক্ত করতে প্রশাসনের সাথে হাত মিলিয়ে সচেতনতা প্রচারে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন

remembrance meeting initiative by ABTA | newsfront.co
নিজস্ব চিত্র

স্মৃতি চারণায় অংশ নেন উপস্থিত প্রয়াত উভয় নেতার পরিবারের সদস্য-সদস্যারা। পাশাপাশি বক্তব্য রাখেন শুভেন্দু রায় যে ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের শিক্ষক ছিলেন সেই প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক পার্থ ঘোষ। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি বিকাশ পট্টনায়েক। উপস্থিত ছিলেন মৃণাল নন্দ, সুবীর সিনহা,সত্যকিংকর হাজরা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ , সদস্য-সদস্যা ও উভয় নেতৃত্বের পরিবার পরিজনেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here