নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
১২ ঘন্টা পেরিয়ে গেলেও হদিশ মিলল না পিকনিক করতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া তিন যুবকের। শনিবার রাত থেকে দফায় দফায় কেঠিয়াখালে তল্লাশি চালালেও কোনও হদিশ মেলেনি ওই তিন যুবকের।
প্রসঙ্গত, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কাতারডাঙ্গা গ্রাম লাগোয়া কেঠিয়া খালের ধারে আট বন্ধু পিকনিক করতে আসে। তাদের মধ্যে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তিন যুবক। খালের পাড় থেকে জামা-কাপড় উদ্ধার হওয়ায় পুলিশের প্রাথমিক অনুমান, খালে স্নান করতে নামায় কোনও ভাবে জলে তলিয়ে যায় তারা।
আরও পড়ুনঃতিনমাস ব্যাপী ফুটবল লিগের আয়োজন ইসলামপুরে
গতকাল রাতে বেশ কয়েক দফায় তল্লাশি চালায় পুলিশ ও গ্রামবাসীরা। কোনও হদিস না মেলায় আজ সকাল থেকেই ডুবুরি এনে তল্লাশি শুরু করেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ও চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। ইতিমধ্যে দুজনের দেহ উদ্ধার হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584