নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
স্কুলের হোষ্টেল ছেড়ে চলে আসা এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করলো বাঁকুড়ার ছাতনা স্টেশনে কর্তব্যরত আরপিএফ। উদ্ধার হওয়া ঐ ছাত্রীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকার পুরুল গ্রামে।
ঐ ছাত্রী জানিয়েছে,স্থানীয় নাগপাড়া শিশু শিক্ষাকেন্দ্রে পড়াশুনা শেষ করে সে দাঁতনের বীনাপাণি উচ্চতর বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে সে সেখানকার হোষ্টেলে থেকে পড়াশুনা করছিল। বাড়িতে তার বাবা, মা ও দুই ভাই এক বোন থাকে।একই সঙ্গে বাবা লক্ষণ সরেন পেশায় রাজমিস্ত্রী বলে জানা গেছে।অন্য স্কুল থেকে এখানে ভর্তি হওয়ার কারণে সহপাঠীরা কেউ তার সাথে কেউ মিশত না বলেও তার দাবি। সম্প্রতি স্কুলের তরফে সমস্ত পড়ুয়াদের শিক্ষাশ্রীর অনুদানের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথা বললেও কোন কারণে তা সে পারেনি।
এই খবর প্রধান শিক্ষিকা সরস্বতী সরেনের কাছে পৌঁছালে হোষ্টেল থেকে তিনি এই ছাত্রীকে বের করে দেন বলে অভিযোগ।পরে ঐ ছাত্রী মঙ্গলবার মামাবাড়ি উড়িষ্যা যাওয়ার উদ্দেশ্যে ভুল ট্রেনে চেপে বাঁকুড়ার ছাতনায় পৌঁছে যায়।
আরও পড়ুনঃ রামপুরহাটে বিপুল বিস্ফোরক উদ্ধার
ঐ দিন রাতে ছাতনা স্টেশনে এক ছাত্রীকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে কর্তব্যরত আরপিএফ জওয়ানের সন্দেহ হলে তারা তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে উদ্ধার হওয়া ঐ ছাত্রীকে বাঁকুড়া জেলা চাইল্ড লাইনের হাতে তারা তুলে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584