নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আমাদের বাড়ির আশেপাশে থেকে বাড়ির ভিতরে কোন বিষধর সাপ লক্ষ্য করলে আমরা সকলে প্রায় মেরে ফেলি।কিন্তু এই বিষধর সাপকে নিয়ে এক বিপরীত চিত্র ফুটে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বড় মাতকাৎপুর এলাকায়।
গতকাল রাত্রে এলাকার বাসিন্দা কাজল সাঁতরার পুকুরে কাছে মাছ চুরি আটকাতে চারিদিকে জাল পেতে ছিলেন তিনি। কিন্তু সেই জালে একটি অতি পুরনো পূর্ণবয়স্ক বিষধর খরিস সাপ আটকে যায়।যা দৈর্ঘে ৪ থেকে সাড়ে চার ফুটের বলে জানিয়েছে এলাকাবাসীরা।
মঙ্গলবার সকালে এই ঘটনা সবার লক্ষ্যে এলে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনসহ বনদপ্তরকে, কিন্তু বনদপ্তর দেরিতে আসার কারণে গ্রামবাসীরা মিলে সেই বিষধর সাপটিকে জাল থেকে ছাড়িয়ে পুনরায় জঙ্গলে ছেড়ে দেয়।
আরও পড়ুনঃ হাতির তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী
উল্লেখ্য এর আগে পশুহত্যা কে নিয়ে সারা রাজ্যে যখন বিশৃংখলার সৃষ্টি হয়েছে ঠিক সেই সময় এই ঘটনাকে আরেকবার মনে করিয়ে দিল বন্য প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা। আর এলাকাবাসীর এই সচেতনতাবোধকে সাধুবাদ জানিয়েছে এলাকার বিশিষ্টজনেরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584