ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
বিলিয়নেয়ার শিল্পপতি রিচার্ড ব্র্যানসন মহাকাশে পাড়ি দিলেন জেফ বেজোসের আগেই। ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন বর্তমানে একজন বাণিজ্যিক মহাকাশচারী। ব্র্যানসন বিশ্বের প্রথম নভোচারী যিনি নিজের মহাকাশযান ‘ভার্জিন গ্যালাকটিকে’ চড়ে পৌঁছলেন মহাকাশে। জেফ বেজোস মহাকাশে পাড়ি দিতে চলেছেন আগামী ২০জুলাই ।
এই মহাকাশযাত্রায় ৭১ বছর বয়সী রিচার্ডের সঙ্গে রয়েছেন তাঁর পাঁচজন সহকর্মী, যাঁরা সকলেই ভার্জিন গ্রুপের কর্মী। তাঁদের মধ্যে দুজন পাইলট। তাঁদের মহাকাশযান আমেরিকার মহাকাশের সীমা পেরিয়ে ৮৬ কিলোমিটার উচ্চতায় পৌঁছয়, সকলেই বেশ কয়েক মিনিট মাধ্যাকর্ষণ শক্তির বাইরে ওজনবিহীন শরীরের অনুভূতিও উপভোগ করেন।
I was once a child with a dream looking up to the stars. Now I'm an adult in a spaceship looking down to our beautiful Earth. To the next generation of dreamers: if we can do this, just imagine what you can do https://t.co/Wyzj0nOBgX #Unity22 @virgingalactic pic.twitter.com/03EJmKiH8V
— Richard Branson (@richardbranson) July 11, 2021
জীবনের প্রথম মহাকাশ যাত্রার অভিজ্ঞতা রিচার্ড ভাগ করে নিলেন টুইটারে। পাশাপাশি সমস্ত শিশুদের জন্য তিনি লিখলেন, “যখন ছোট ছিলাম ওপরে আকাশের দিকে তারা দেখতাম, আর এখন নীচে তাকিয়ে পৃথিবীর সৌন্দর্য দেখছি। আমাদের পরবর্তী প্রজন্ম যারা স্বপ্ন দেখো, একবার ভাবো যদি আমরা এতদূর যেতে পারি তাহলে তোমরা আরো কিই না করতে পারবে!” টুইটারে তিনি ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন যখন তাঁরা সকলে মাধ্যাকর্ষণ শূন্যতা অনুভব করলেন জীবনে প্রথমবার, সে এক অদ্ভুত অবর্ণনীয় অভিজ্ঞতা, যা সারা জীবনের সম্পদ।
আরও পড়ুনঃ তাপপ্রবাহে বিপর্যস্ত আমেরিকা, মৃত ২০০
একটি ব্লগ পোস্টে ব্র্যানসন ঘোষণা করেছেন ভার্জিন আটলান্টিক, ওমেজ এর সঙ্গে যৌথ উদ্যোগে সকলের জন্য মহাকাশ উড়ানের আয়োজন করবে, যাঁরা আগ্রহী তাঁরা যেন omaze.com/space এই সাইটে নিজেদের তথ্য দিয়ে যোগাযোগ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584