মনিরুল হক, কোচবিহারঃ
কুকুর বেড়াল কামড়ানো ‘অ্যান্টি রেবিস ভ্যাকসিন’ অপ্রতুল থাকায় বিক্ষোভ দেখালেন রোগীরা।আজ কোচবিহার হাসপাতালে প্রায় শ’খানেক রোগী ওই ভ্যাকসিন দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। অভিযোগ,অল্প কয়েকজনকে দেওয়ার পর আর নেই বলে বাইরে থেকে কিনে নিয়ে দেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত নার্স।এরপরেই রোগী ও তাঁদের আত্মীয় স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালের মেইন গেটের সামনে সুনীতি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।পড়ে পুলিশ এসে তাঁদের তুলে দেয়।এনিয়ে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলি বলেন, “পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন নেই।যেটুকু আছে তাতে অল্প দিনের মধ্যে না আসলে সঙ্কট তৈরি হবে।তবে হাসপাতাল হয়ত আগাম ভ্যাকসিন তুলে রাখে নি।তাই সমস্যা হয়েছে।” এদিন হাসপাতালে আসা বেশীর ভাগ কুকুর ও বেরাল কামড়ানো রোগী জানান,তাঁরা গরীব মানুষ।বাইরে থেকে এই ভ্যাকসিন কিনে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।তাই হাসপাতালের দ্বারস্থ হয়েছিলেন।কেউ এক দুবার পেয়েছেন।কেউ একবারে পান নি।এই অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে।তাই নিরুপায় হয়ে পথ অবরোধ করেছেন কিন্তু তাতেও সমস্যার সমাধান হয় নি।এখন কি করবেন,তাঁরা বুঝে উঠতে পারছেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584