নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কোভিড আক্রান্তদের জন্য আলাদা নিভৃতবাসের ব্যবস্থা করলেন অভিনেতা যিশু সেনগুপ্ত এবং রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার।
সূত্রের খবর অনুযায়ী, যিশু সেনগুপ্ত প্রথমে যোগাযোগ করেন দেবাশিস কুমারের সঙ্গে। কারণ তিনি অনেক দিন ধরেই কোভিড রোগীদের জন্য কিছু করার কথা ভাবছেন। আর তাই একটি নিভৃতবাস তৈরির প্রস্তাব দেন তিনি বিধায়ককে। যিশুর এই উদ্যোগে এগিয়ে আসেন বিধায়ক মহাশয়।
তিনি যিশুকে জানান, অতিমারির কারণে দক্ষিণ কলকাতার সংস্কৃতি চর্চাকেন্দ্র বাণীচক্র ফাঁকা পড়ে আছে। সেখানে নিভৃতবাস তৈরি করা যেতে পারে।যেমনি ভাবা তেমনি কাজ। দেবাশিস কুমারের দাবি, বাণীচক্রে ২৫ জন কোভিড পজিটিভ রোগী থাকতে পারবেন। থাকা, খাওয়ার পাশাপাশি নিভৃতবাসে যতখানি সম্ভব চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর গড়ে দেওয়া কমিটি থেকে পদত্যাগ করলেন বিশিষ্ট ভাইরোলজিস্ট
তবে, সেখানে হঠাত কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব রোগীর পরিবারের।ওষুধের খরচ বহন করতে হবে আক্রান্তের পরিবারকে। বাকি সব পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে।
জানা গিয়েছে শুধু দক্ষিণ কলকাতা নন, ঘর ফাঁকা থাকলে শহরের যে কোনও প্রান্তের অসুস্থ মানুষ আশ্রয় পাবেন এখানে।সব ঠিক থাকলে বুধবার থেকেই খুলবে এই ‘সেফ হোম’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584