জৈদুল সেখ, মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে জটিল অপারেশন করে নজির গড়লেন চিকিৎসক সলিল মন্ডল। সরকারী হাসপাতালের কিছু শ্রেণীর চিকিৎসক কিংবা স্বাস্থ্য কর্মীদের নিয়ে অভিযোগের অন্ত থাকেনা মানুষের। সেখানে চিকিৎসক সলিল মন্ডল সাধারণ পরিকাঠামোর মধ্যেই অসাধারণ চিকিৎসা পরিষেবা দিয়ে স্বাস্থ্য দপ্তরের ওপর মানুষের নির্ভরতা ফিরিয়ে আনলেন।
জানা গিয়েছে, কান্দির গোবিন্দপুরের বাসিন্দা আব্দুল মন্ডল পোষা পায়রা নিয়ে প্রতিবেশী বরুণ মন্ডলের সাথে ঝামেলায় জড়িয়ে পড়লে বরুণ মন্ডলের পরিবার হামলা চালায় আব্দুল মন্ডলের ওপর। ঘটনায় হাতের হাড় ভেঙে যায় আব্দুল মন্ডলের। চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালের অস্থিবিশেষজ্ঞ চিকিৎসক সলিল মন্ডলের কাছে গেলে তিনি দ্রুততার সাথে আব্দুল মন্ডলের হাতের জটিল অস্ত্রোপচার করে সুস্থ করে তোলেন তাঁকে।সাধারণত কলকাতার বড়ো কোনো হাসপাতাল কিংবা জেলার সুপার স্পেশালিটি হাসপাতালে এই অপারেশন করা হয়ে থাকে। এই প্রথম মহকুমা হাসপাতালে বিনাব্যয়ে এই অপারেশন করে নজির সৃষ্টি করা হল। ফলে খুশি রোগীর পরিবারের সদস্যরা। কান্দি মহকুমা হাসপাতালে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় ব্লক ও ওয়ারিং এর মাধ্যমে অপারেশন করা হয়।
আরও পড়ুনঃ
শ্রবন ক্ষমতা পরিমাপ ও শ্রবন যন্ত্র প্রদান শিবির
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584