নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
রঙ্গকর্মী আয়োজিত নাট্য উৎসব ‘সমন্বয় -৯’ অনুষ্ঠিত হল সম্প্রতি। পাঁচদিন ব্যাপী এই অনুষ্ঠান মঞ্চস্থ হয় রঙ্গকর্মী স্টুডিও থিয়েটারে, ঊষা গাঙ্গুলী মঞ্চে। বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রের শিল্প-সংস্কৃতির বিভিন্নতাকে একই মঞ্চে নিয়ে আসে ‘সমন্বয়-৯’।
পুতুল নাচ, মূকাভিনয় এবং নাটক সহ বিভিন্ন শিল্পকলা, নানাবিধ সাংস্কৃতিক শিল্পমহলের প্রতিভাবান শিল্পীদের প্রতিনিধিত্বাধীন দলগুলির নানা কাজ প্রদর্শিত হয় এখানে৷ ‘সমন্বয়-৯’-এর ভাবনা রঙ্গকর্মীর প্রতিষ্ঠাতা প্রয়াত ঊষা গাঙ্গুলির।
আরও পড়ুনঃ শহরে পুরনো মেজাজে সাংস্কৃতিক অনুষ্ঠান
৬ই মার্চ মঞ্চস্থ হয় নাট্য উৎসব ‘সমন্বয়-৯’- এর উদ্বোধনী অনুষ্ঠান। ওই সন্ধ্যায় মঞ্চস্থ হয় ‘রঙ্গকর্মী’ নাট্যদল অভিনীত নাটক ‘সারহাদেঁ’। নির্দেশনায় নিলাদ্রী ভট্টাচার্য। তা ছাড়াও অন্যান্য দিনে মঞ্চস্থ হয় ‘আনন্দমহল’, ‘মুক্তি’, ‘পাঁচকান’, ‘ভীমরতি’, ‘কালারস্ অফ লভ’, ‘বলাই’, ‘গিরগিটি’ সহ আরও বহু নাটক।
‘দি সোমা মাইম থিয়েটার’ দলের মূকাভিনীত নাটক ‘দেবী’ মঞ্চস্থ হয়। নির্দেশনায় সোমা দাস। বলা বাহুল্য, এই মনোজ্ঞ নাট্যসন্ধ্যা নাট্যপ্রেমী মানুষের মনে রেশ রেখে যেতে সক্ষম হয়েছে। এই অনুষ্ঠানে সম্মান প্রদান করা হয় চিত্র পরিচালক গৌতম ঘোষ, নৃত্যশিল্পী অলকানন্দা রায় সহ আরও বিশিষ্টদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584