নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর এই প্রথমবার মুখ খুললেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বললেন, তিনি শীঘ্রই ক্যান্সারকে হারিয়ে ফিরবেন। হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা এক ভিডিওতেই শুনতে পাওয়া গিয়েছে সঞ্জয় দত্ত বলছেন, “খুব শীঘ্রই ক্যানসার থেকে মুক্তি পাবো”।
সম্প্রতি অভিনেতা স্যালোয় গিয়েছিলেন নতুন হেয়ার স্টাইলে নিজেকে সাজাতে। সেই সেলুনের প্রচারের সময় সঞ্জয় দত্ত ক্যামেরাম্যানকে আরও সামনে এসে তাঁর কপালের একটি দাগের দিকে দিক নির্দেশ করে বললেন, “যদি তোমরা এই দাগ দেখতে পাও, জেনে রাখো, এই দাগ সাম্প্রতিককালের। তবে এসবকে খুব তাড়াতাড়ি হারাবো আমি। ক্যানসারকেও শীঘ্রই জয় করব।”
আরও পড়ুনঃ সৌমিত্রর করোনা রিপোর্ট নেগেটিভ! শারীরিক অবস্থাও উন্নতির দিকে
সঞ্জয় দত্ত নিজের আসন্ন সিনেমা প্রোজেক্ট নিয়েও কথা বললেন ওই ভিডিওতে। ফের শুটিং ফ্লোরে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। সঞ্জয় দত্ত জানালেন, “বাড়ির বাইরে বেরোতে পারা সবসময়ই ভালো খবর। কেজিএফ সিনেমার জন্য এই দাড়ি রাখছি। নভেম্বরেই শ্যুটিং শুরু হচ্ছে। সেটে ফিরতে পারলে দারুন ব্যাপার হবে। আগামীকাল সামসেরার ডাবিং রয়েছে। ওখানেও বেশ মজা হবে।”
আরও পড়ুনঃ আজ থেকে খুললেও শুক্রবার থেকেই সিনেমা হল চালুর ইচ্ছে মালিকদের
বর্তমানে নিজের স্বাস্থ্যের জন্য শুটিং থেকে ব্রেক নিয়েছেন তিনি। কয়েকমাস আগেই ফুসফুসে ক্যানসার ধরা পড়ে তাঁর। তারপরেই তিনি ঘোষণা করেন আপাতত সমস্ত শুটিংয়ের কাজ থেকে নিজেকে সরিয়ে নেবেন। আপাতত কেজিএফ চ্যাপ্টার ২, সামসেরা, ভুজ- দ্য প্রাইড অফ ইন্ডিয়া, পৃথ্বীরাজ এবং তোরবাজে দেখা যাবে ক্যান্সার আক্রান্ত অভিনেতা সঞ্জয় দত্তকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584