মনিরুল হক, কোচবিহারঃ
মুখ্যমন্ত্রীর সফরের জন্য দলীয় কর্মসূচী পালনের অনুমতি দেওয়া হচ্ছে না বলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুললেন কোচবিহার জেলা বামফ্রন্ট নেতৃত্ব।সোমবার কোচবিহারে সিপিএমের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সিপিএমের কোচবিহার জেলা কমিটির প্রাক্তন সম্পাদক তারিণী রায়, বর্তমান সম্পাদক অনন্ত রায় ও ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার।
তারা জানান, পেট্র পণ্যের মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের মাসুল বাড়ার প্রতিবাদে ৩০ অক্টোবর রাজ্য জুড়ে বিভিন্ন পেট্রল পাম্পে প্রতিবাদ কর্মসূচী নিয়ে বামফ্রন্ট ও বাম মনোভাবাপন্ন ১৭ টি সংগঠন।কোচবিহার জেলাতেও ওই কর্মসূচী পালনের জন্য বিভিন্ন থানায় পুলিশ অনুমতি চাওয়া হয় কিন্তু পুলিশ সেই অনুমতি দেয় নি বলে অভিযোগ করেন বাম নেতারা।সিপিএম নেতা তারিণী রায় বলেন, “মুখ্যমন্ত্রী দুদিনের সফরে কোচবিহারে আসছেন।তিনি যেখানে অনুষ্ঠান করবেন, সেখানে তো আমরা কিছু করতে চাইছি না।অন্য জায়গায় আমারা আমাদের কর্মসূচী পালন করবো।এতে অসুবিধের কি আছে।আসলে শাসক দল পুলিশ দিয়ে বিরোধীদের কোন কর্মসূচী করতে না দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।এতে গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে।” ৩০ অক্টোবর ওই কর্মসূচী পালন করতে না পারলেও পরের দিন অর্থাৎ ৩১ অক্টোবর তা করা হবে বলে এদিন বাম নেতৃত্ব জানিয়ে দিয়েছেন।পরপর দুদিন মুখ্যমন্ত্রীর ওই কর্মসূচী নিয়ে কোচবিহার জুড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।আর সেই কারনেই বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচীর অনুমতি পুলিশ দেয় নি বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584