লালগোলা মৃদাদপুর প্রাইমারি স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে পড়ুয়াদের জন্মদিন পালন

0
93

তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ

 

দিন আনা দিন খাওয়া মানুষের কাছে কেক কেটে হয় হুল্লোড় করে জন্মদিন পালন স্বপ্নের মতো। কিন্তু  লালগোলা ব্লকের মৃদাদপুর প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এভাবেই স্বপ্ন পূরণ করলেন বিদ্যালয়ের পড়ুয়াদের।  আজ লালগোলা ব্লকের মৃদাদপুর ১৫ নম্বর প্রাইমারি স্কুলে সাড়ম্বরে পালন করা হলো স্কুলের বাচ্চাদের জন্মদিন । জানা গিয়েছে যে সমস্ত বাচ্চাদের জন্মদিন এপ্রিল মাসে তাদের জন্মদিন পালন করা হলো আজ । বাঙালি রীতিতে জন্মদিন মানেই মায়ের হাতের পায়েস আর একটু মিষ্টি মুখ , তাই স্কুল কতৃপক্ষের উদ্যোগে প্রথমে স্কুলে রান্না হওয়া পায়েস , তারপর মিডমিলের ভাত , পাঁচ তরকারি , চাটনি , পাঁপড় শেষে আবারো মিষ্টি দিয়ে মিষ্টি মুখ ছাত্র ছাত্রীদের ।

lalgola school celebrated birthday of the students
নিজস্ব চিত্র

 

তারপরে লালগোলা ব্লকের বিডিও সুব্রত ঘোষ , লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কামালুজ্জামান ,জয়েন্ট বিডিও ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ হালদার এর হাত ধরে কেক কেটে নাচ গানের মাধ্যমে এইদিনটি পালন করা হলো । বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন আজ থেকে বছর দুয়েক আগে এক ছাত্র তার বাবাকে নিয়ে সঙ্গে করে নিয়ে ইস্কুলে এসেছিলেন,  তার হাতে ছিল কয়েক পিস মিষ্টি । ওই ছাত্রের বাবা বলেছিলেন ,”আজ আমার ছেলের জন্মদিন বেশি কিছু করার ইচ্ছা থাকলেও উপায় নেই , তাই আপনাদের মিষ্টিমুখ করার জন্য কয়েকটা মিষ্টি নিয়ে এসেছি । ওই ছাত্রের বাবার কথা শোনার পর থেকেই আমার মনে হয়েছিল সবার ইচ্ছে থাকে কিন্তু উপায় থাকে না , আর সেই কথা মাথায় রেখেই বিদ্যালয় সমস্ত শিশুর জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিই। প্রত্যেকের জন্মদিন আলাদা করে পালন করা সম্ভব হয়ে ওঠেনা আর্থিক দিক থেকে তাই আমরা শিক্ষকেরা মিলে সিদ্ধান্ত নিই যে প্রতি মাসে একবার করে ওই মাসে যে শিশুদের জন্মদিন রয়েছে তাদের নিয়ে জন্মদিন পালন করব।“

আরও পড়ুনঃ চাষীদের সেচের সুবিধার্থে স্প্রিংলার বিতরন নবগ্রামে

students birthday celebration
নিজস্ব চিত্র 

আরও পড়ুনঃ নৃত্যনীড় ও নিসর্গ নির্যাসের উদ্যোগে অনুষ্ঠিত হল পদধ্বনি-রঙ পলাশ অনুষ্ঠান

লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন প্রাইমারি স্কুল এইরকম হতে পারে তার প্রমাণ হচ্ছে লালগোলা মৃদাদপুর প্রাইমারি স্কুল । ছাত্র-ছাত্রীদের জন্মদিন পালন বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুশি , এই অনুষ্ঠান যেনো ভবিষ্যতে এই ভাবেই অনুষ্ঠিত হয় সেই অনুরোধ রাখব বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি আজ শিশু সংসদ কক্ষ ও লাইব্রেরী রুম এর উদ্বোধন করেন লালগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক , লালগোলা ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here