সুদীপ পাল,বর্ধমানঃ
গতকাল ছিল শিশু দিবস। অথচ সেই শিশু দিবস এই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা শিশু পড়ুয়ারা সামান্য খাবারটুকুও পেল না।পূর্ব বর্ধমানের আউসগ্রামের মান্দারতলা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।মিড-ডে মিলের রাঁধুনিরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে চলে গেল।জানা যায় এই প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার দায়িত্বে আছে একটি স্বনির্ভর গোষ্ঠী।রাঁধুনিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা কোনো রকম বেতন পাচ্ছেন না।
বেতনের জন্য একাধিকবার বিভিন্ন জায়গায় আবেদন করেও যখন কোনো সুরাহা মিলছে না তখন বাধ্য হয়েই এই পথ বেছে নিতে হয়েছে।তবে স্কুল কর্তৃপক্ষ রাঁধুনিদের এই অভিযোগ মানতে নারাজ।তাঁদের দাবি, যে হয়তো দু মাসের টাকা তারা পাবেন।বিদ্যালয় ৬৩ জন পড়ুয়া রয়েছে এবং তিনজন শিক্ষক রয়েছেন।শিশু দিবসের দিন এই ঘটনা মেনে নিতে পারছেন না পড়ুয়াদের অভিভাবকরা।অভিভাবকদের বক্তব্য, সমস্যা আছে কিন্তু তার মানে এই নয় পড়ুয়াদের স্কুলে পাঠানো হচ্ছে,তারা এসে দেখবে বিদ্যালয়ে তালা ঝোলানো আছে।তারা বাড়ি ফিরে যাবে।আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা হতে পারতো। আউসগ্রাম ১ চক্রের বিদ্যালয় পরিদর্শক অমিত মুখোপাধ্যায় বিষয়টি তদারকি করছেন।
আরও পড়ুনঃ ছাত্রছাত্রীদের অনুরোধে ইস্তফা পত্র ফিরিয়ে নিয়ে কলেজে অধ্যাপক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584