পুলিশ ও আবগারি দপ্তরে যৌথ অভিযানে বাজেয়াপ্ত চোলাই মদ

0
143

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
এক সপ্তাহ যেতে না যেতে আবারো আবগারি দপ্তরের হানা চোলাই ঠেকে।সাগরদ্বীপ কোষ্টাল থানার কালিবাজারে হানা দিয়ে উদ্ধার চোলাই।   দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ সুন্দরবনে চলতি মাসের বিভিন্ন জায়গাতে চালানো হয় অভিযান।

destroyed cholai
নষ্ট করা হচ্ছে চোলাই তৈরির উপকরণ। নিজস্ব চিত্র

সাগরদ্বীপের আদিবাসী পাড়াই উদ্ধার হয় প্রচুর চোলাই মদ।গত সাত তারিখে দিনভর অভিযান চালানো হয়।সাগর কোষ্টাল থানা কালিবাজারে আবারো হানা দেয় আবগাড়ি দফতর।উদ্ধার হয় মদ তৈরীর সরঞ্জাম,কিছু ফিনিশ চোলাই,বেশ ভালো পরিমানে গুরজল এবং টিন সমেত গুড় ও বেশ কিছু অ্যালুমিনিয়াম হাঁড়ি।আদিবাসী পাড়ার প্রতিটি বাড়িতে তৈরী চোলাই বাজেয়াপ্তর পাশাপাশি ভাঙচুর করছে পুলিশ ও আফগারি দফতর।

pouring cholai
জেলা পুলিশ ও আবগারি দফতরের তৎপরতায় উদ্ধার চোলাই-এর ড্রাম। নিজস্ব চিত্র

সুন্দরবন জেলা আফগাড়ি দপ্তরের অ্যাডিশানাল এস পি ও আবগারি সহযোগে চালানো হয় অভিযান।ঠেক ভাঙতে গিয়ে পুলিশের সাথে বচসায় জরিয়ে পরে গ্রামবাসীদের।তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আরও পড়ুনঃ যুবতীর নলিকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here