শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
গঙ্গারামপুর পুরসভার বহু টানাপোড়েনের পর আজ পৌরসভার চেয়ারম্যান নির্বাচন হল।পুরসভার চেয়ারম্যান হলেন অমলেন্দু সরকার। প্রায় দুই মাস অচলাবস্থা কাটার পর আজ সচল অবস্থার পথে যাচ্ছে গঙ্গারামপুর পুরসভা।

প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র দাদা বিপ্লব মিত্র তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয় রাজনৈতিক লড়াই। বিপ্লব মিত্র বিজেপিতে যাওয়ার কয়েকদিন পরেই গঙ্গারামপুর পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বর্তমানে চেয়ারম্যান অমলেন্দু সরকারের নেতৃত্বে ১১ জন কাউন্সিলর নিয়ে প্রশান্ত মিত্রর বিরুদ্ধে অনাস্থা আনেন। আর তারপর থেকে শুরু হয় আইনি লড়াই।
আরও পড়ুনঃ সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
হাইকোর্টের নির্দেশে ৫ আগস্ট সেই আইনী লড়াইকে দূরে সরিয়ে দিয়ে ১১ জন কাউন্সিলর সংখ্যাগরিষ্ঠদের জিতে যান তৃণমূল। আর আজ ১১ জন কাউন্সিলর সহ প্রশান্ত মিত্র ঘনিষ্ঠ আরো এক জন কাউন্সিলর মিলে চেয়ারম্যান গঠন করলেন। চেয়ারম্যান হলেন অমলেন্দু সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584