ভেটাগুড়িতে ট্রেন চালকের তৎপরতায় প্রান বাঁচল বাইক আরোহীর

0
52

মনিরুল হক, কোচবিহারঃ

 

ট্রেনের চালকের তৎপরতায় প্রান বাঁচল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে ভেটাগুড়ি সংলগ্ন তিন নং গেট এলাকায়। ওই ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

 

train | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, শনিবার সকাল ১১টা ২১মিনিট নাগাদ বামনহাট-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনটি বামনহাট থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় তিন নং গেট এলাকায় এক যুবক গ্যাসের ট্যাংক বাইকে নিয়ে রেল লাইন পাড় হচ্ছিল। কিন্তু বাইকের প্রথম চাকা রেল লাইন পাড় হলেও দ্বিতীয় চাকা তুলতে পারে নি। যদিও ওই স্থানে রেলের লেবেল ক্রসিং না থাকায় অনাশায়ে লোকজন যাতায়াত করে বলে স্থানীয়দের দাবি। পরে বামনহাট-শিলিগুড়ি প্যাসেঞ্জার চালক তা দেখতে পেয়ে ইমার্জেন্সি ব্রেক কষে। ট্রেনটি প্রায় ৫০-৬০মিটার দূরে এসে দাঁড়ায়। স্থানীয় কয়েকজন লোকের সহযোগিতায় বাইকটি সেখান থেকে সরিয়ে দেয় এবং ওই যুবককে বাঁচিয়ে দিয়ে পালাতে সাহায্য করেন।

train 2| newsfront.co
নিজস্ব চিত্র

পরে ঘটনাস্থলে ট্রেন চালকের সহযোগী তিনি চিৎকার করে বলেন, এভাবে চলতে পারে না। আপনারা বাইক চালককে পালাতে সাহায্য করলেন। আপনারা দেখেছেন তার বাইকের নাম্বার। ওই নাম্বার টা আমাকে দিন। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করব।

আরও পড়ুনঃস্বচ্ছতা অভিযানে সামিল এয়ার ফোর্সের জওয়ানরা

স্থানীয় লোকজনের অভিযোগ, যে সমস্ত এলাকায় লোকজন রেল লাইন পারাপার করে সেই সমস্ত জায়গায় রেলের লেবেল ক্রসিং দেওয়া উচিত। কিন্তু ওই এলাকায় ২নং গেট, ১ নং গেট থেকে শুরু করে সমস্ত জায়গায় ওই লেবেল ক্রসিং রয়েছে। কিন্তু ওই জায়গায় লেবেল ক্রসিং নেই। আমরা চাই এই এলাকায় একটা লেবেল ক্রসিং হোক। যদিও এবিষয়ে রেলের কোন আধিকারিকের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here