নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ নয়, এক মামলার রায়ে একথাই বলল কেরল হাইকোর্ট।এক আইনজীবীর বিরুদ্ধে তাঁর প্রেমিকা অভিযোগ করেন যে চার বছর সম্পর্কে ছিলেন তাঁরাএবং বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত। এই সম্পর্কে একাধিকবার সহবাসও করেন তাঁরা। এর পরে ঐ আইনজীবী বিয়ে করতে অস্বীকার করেন। আইনজীবীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন তাঁর প্রেমিকা। পাশাপাশি আগাম জামিনের আবেদন করেন অভিযুক্ত আইনজীবী।
আরও পড়ুনঃ চলতি মাস থেকেই ১০-২০ শতাংশ বাড়তে চলেছে মহারাষ্ট্রের বিদ্যুৎ বিল
শুক্রবার এই মামলার শুনানিতে কেরল হাই কোর্টের বিচারপতি বেচু কোরিয়ান টমাস বলেন, বিনা সম্মতিতে কিংবা জোর করে যৌন সম্পর্কে লিপ্ত হলে তাকে ধর্ষণ বলা হয়। কিন্তু দুজন প্রাপ্তবয়স্ক মানুষ উভয়ের সম্মতিতে যৌন সম্পর্ক হলে তাকে কোনভাবেই ধর্ষণ বলা যায় না। বিচারপতি বলেন, ‘‘দুজন প্রাপ্তবয়স্ক সঙ্গী তাঁদের ইচ্ছায় যৌন সম্পর্কে লিপ্ত হতেই পারেন। কিন্তু পরে তাকে কোন ভাবে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুযায়ী ধর্ষণে অভিযুক্ত করা যায় না।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584