সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
স্কুল পড়ুয়াদের জন্য সরকারের দেওয়া পোশাক বাইরে বিক্রি করার অভিযোগ ঘিরে শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডোমকলে। শনিবার সকালে স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী পাপিয়া খাতুন তাঁর বাড়ি থেকে একটি টোটো করে বেশ কিছু স্কুলের পোশাক ডোমকলে বিক্রির জন্য পাঠান। আর এই খবর কোন ভাবে জানতে পারেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ রেশন সামগ্রী বণ্টনে অনিয়মের অভিযোগে বিডিও কে স্মারকলিপি
ডোমকল জলঙ্গি সীমান্তে হারুর পাড়া ফাঁকা মাঠ থেকে পোশাক সহ টোটো গাড়িটিকে পাকড়াও করেন। পোশাক সমেত গাড়িটিকে নিয়ে আসা হয় ভাদুড়িয়া পাড়া বাজারে। সঙ্গে সঙ্গে জলঙ্গী বিডিও ও থানায় খবর দেন তাঁরা। বিডিও শোভন দাস ওজলঙ্গি থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পোশাকগুলি বাজেয়াপ্ত করেন। পাপিয়া খাতুনকে আগামী সোমবার বিডিও অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।অভিযোগ দায়ের হয়েছে থানাতেও। স্থানীয়দের দীর্ঘদিন ধরেই পাপিয়ার বিরুদ্ধে এই অভিযোগ ছিল আজ হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584