ঢালাইয়ের কাজ শুরু হল ‘ছাদ’-এর

0
423

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

জীবনের প্রথম বড় পর্দার ছবির কাজে হাত দিয়েছেন পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী। এর আগে তিনি বানিয়েছেন ডকু ফিচার ‘লাদাখ চলে রিকশাওয়ালা’। তাঁর প্রথম বড় পর্দার ছবির নাম রেখেছেন ‘ছাদ’। কেন এমন নাম তা জানা যাবে ছবিটি দেখলে।

rahul | newsfront.co
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
ranajoy bishnu | newsfront.co
রণজয় বিষ্ণু

গল্প আবর্তিত হয় চারজন নারী-পুরুষকে কেন্দ্রে রেখে। ছবিতে পাওলি দামের স্বামীর ভূমিকায় দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। রাহুলের চরিত্রটা এখানে এমন যে কিনা স্ত্রীর অনুভূতির কথা বোঝে না।

paoli | newsfront.co
পাওলি দাম
actress | newsfront.co
রাজনন্দিনী পাল

ওদিকে তার স্ত্রী যার আনুকূল্যে নিজের জীবনকে অন্যভাবে দেখতে শুরু করে সহজ কথায় নিজের পরিচয় খুঁজে পায় সেই চরিত্রে রয়েছেন রণজয় বিষ্ণু। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজনন্দিনী পাল।

আরও পড়ুনঃ শুরু হল ‘থিজম’- এর খাদ্যমেলা ‘চেটে পুটে’

এই ছবির চরিত্র নিয়ে আপ্লুত ছবির সকল কলাকুশলী।’ছাদ’ ছবির প্রযোজনায় ‘এনএফডিসি’। শুরু হয়েছে ছবির শুটিং। কবে নাগাদ এই ছবি দর্শক দরবারে আসবে তা জানা যায়নি এখনও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here