পরিবেশ দিবসে কচিকাচাদের ভিড়ে জমজমাট শর্ট ফিল্ম ‘বেস্ট ফ্রেন্ড’

0
174

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Shortfilm Best Friend | newsfront.co

৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। আর সেই দিনটিকে মাথায় আর মনে রেখেই অনিন্দ্য চট্টোপাধ্যায় বানালেন শর্ট ফিল্ম ‘বেস্ট ফেন্ড’। এবং তা ইতিমধ্যেই হাজির ক্যালেইডোস্কোপ-এর ইউটিউব প্ল্যাটফর্মে।

Shortfilm Best Friend | newsfront.co

এই স্বল্প দৈর্ঘের ছবিটি প্রকৃতিকে ভালোবাসার আর বাঁচিয়ে রাখার কথা বলে। আর তা বলে একঝাক কচিকাচা। এই পরিবেশ প্রকৃতিই আসলে আমাদের প্রিয় বন্ধু।

Shortfilm Best Friend | newsfront.co

কারো প্রিয় বন্ধু পাখি, কারো হাওয়া, রোদ, কিংবা গাছ, আবার কারো কুকুর, বৃষ্টি, রামধনু। কেউ আবার প্রিয় বন্ধু মানে পাহাড়, মেঘ, প্রজপতিকে। শাহিদা, হারিন, অভিপ্সা, রূপ, ঋতশ্রী, শ্রেয়া, সার্থক, সমৃদ্ধা, তোসানা, আরিয়াকা, ইদা, আহির-রা প্রত্যেকেই নিজেদের প্রিয় বন্ধুদের কেন ভালোবাসে তার যথাযথ কারণ দিয়েছে।

আরও পড়ুনঃ দুই জন সংযোগ আধিকারিকের উদ্যোগে ‘এবং আমি’, হাজির পোস্টার

child artist | newsfront.co

ছবির ভাবনা, পরিকল্পনা, পরিচালনা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। গ্রাফিক্স-এ উপল সেনগুপ্ত। সম্পাদনায় অর্ঘকমল মিত্র। সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ ব্যানার্জি। গান গেয়েছেন বোধিসত্ত্ব ব্যানার্জি। অডিও ডিজাইন এবং মিক্সিং-এ সোমি চ্যাটার্জি। নিবেদনে সুজাতা দাস৷  ইউটিউব প্ল্যাটফর্মে দেখতে পারেন ছবিটি। ভাল লাগবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here