সঙ্গীত পরিচালক অভিষেক বসুর দ্বিতীয় পদক্ষেপ ‘ট্রাস আপ’

0
109

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সংগীত পরিচালক অভিষেক বসু চলচ্চিত্র পরিচালক হিসেবে দ্বিতীয় কাজটি সেরে ফেললেন। একটি হিন্দি শর্টফিল্ম পরিচালনা করেছেন তিনি। জনাব হেমন্ত মারদা প্রযোজিত এই শর্ট ফিল্মটির একটি আকর্ষণীয় নাম রয়েছে, ‘ট্রাস আপ’।

Truss up | newsfront.co

যার অর্থ কাউকে দৃঢ়ভাবে বেঁধে রাখা, যাতে ব্যক্তিটি চলে যেতে না পারে। অয়নজিৎ সেনের নেতৃত্বে ‘লা পেলিকুলা মোশন পিকচার্স’-এর ব্যানারে শিগগিরই ছবিটি মুক্তি পাবে।

Truss up | newsfront.co

অভিষেক নিজেই কাহিনিকার, চিত্রনাট্য লিখেছেন ও সংগীত পরিচালনাও করেছেন। সহযোগী নির্দেশনায় এবং সংলাপ লেখার দিকটি সামলেছেন তেজাস গান্ধী। তেজাস একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। স্বল্প সময়ের এই ছবিতে পোশাক এবং স্টাইলিং-এর দিকটিও তিনিই সামলেছেন। কার্যনির্বাহী নির্মাতা ফৈয়জ খান।

Truss up | newsfront.co

মুখ্য চরিত্রে রয়েছেন অলিভিয়া মুখোপাধ্যায়। ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন শুভাশিস মণ্ডল এবং সম্পাদনা, পোস্ট প্রযোজনায় সুশান্ত চক্রবর্তী। সুদীপ গোস্বামীর সংগীত ব্যবস্থাটি বিশেষভাবে উল্লেখের দাবি রাখে।

আরও পড়ুনঃ ২২ শে শ্রাবণে আশা অডিওর অনন্য নিবেদন

Truss up | newsfront.co

Truss up | newsfront.co

অভিষেক জানান- “এটি একটি পথনির্দেশক প্রকল্প। গল্পটি অলিভিয়া অভিনীত সঞ্জনা চরিত্রকে কেন্দ্রে রেখে। আমি এখন পুরো গল্পটি প্রকাশ করব না। বলে দিলে আগ্রহ হারাবেন।” ছবিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে পাঁচটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here