নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের সচল হল মালদহ টাউন স্টেশন। তবে সাধারণ যাত্রীদের প্রবেশে এখনও নিষেধাজ্ঞা রয়েছে। শুধু পরিযায়ী শ্রমিকদের নিয়ে একের পর এক ট্রেন ঢুকছে মালদহ টাউন স্টেশনে। এদিন মালদহ টাউন স্টেশনে মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের পরিযায়ী শ্রমিকদের স্পেশাল ট্রেন ঢুকবে। ক্লান্ত শ্রমিকদের অপেক্ষায় গোটা স্টেশন চত্বর।
শুধুমাত্র মালদহের বাসিন্দাদেরই লালাসংগ্রহ করা হবে এখানে। তারপর তাঁদের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হবে। রিপোর্ট নেগেটিভ এলে তাঁদের হোম কোয়ারান্টিনে পাঠানো হবে। দুই দিনাজপুর ও মুর্শিদাবাদের শ্রমিকদের মালদহ থেকে বাসে করে নিজের জেলায় পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ একগুচ্ছ দাবি নিয়ে বিক্ষোভ-ডেপুটেশন সিআইটিইউ -র
সেখানে পৌঁছানোর পর তাঁদের লালা সংগ্রহ করা হবে। সেই ট্রেন আসার আগে স্টেশন পরিদর্শনে আসেন মালদহের জোলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। এদিন এনজেপিগামী একটি শ্রমিক স্পেশাল ট্রেনও মালদহ টাউন স্টেশনে দাঁড়ায়। তবে কোনও যাত্রীকেই নামার অনুমতি দেওয়া হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584