নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বিদ্যালয় ভিত্তিক ৬৫ তম জাতীয় সাঁতারে অনুর্ধ ১৯ বছর বিভাগে পূর্ব মেদিনীপুর তথা বাংলার হয়ে দুটি ইভেন্টে দ্বিতীয় হয়েছে শ্রীদীপ মন্ডল। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলা ইউনিয়ন হাই স্কুলের ছাত্র শ্রীদীপ। গতকাল দিল্লি থেকে ফিরেই সোজা বিদ্যালয়ে যায় সে। সাথে সার্টিফিকেট-সহ দুটি রুপোর পদক।
সারা দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগিদের মধ্যে এই সাফল্য পেয়েছে সে। ১৭ থেকে ২২ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয় বিদ্যালয় ভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতা। পশ্চিমবাংলা মোট ১৩টি পদক পেয়েছে। অনুর্ধ ১৪ বছরের বিভাগে ছেলে ৪ টি ব্রোঞ্জ ও মেয়ে ১ টি ব্রোঞ্জ পেয়েছে।
আরও পড়ুনঃ বিনামূল্যে স্বাস্থ্য শিবির ভগবানগোলায়
অনুর্ধ ১৭ বছরের বিভাগে কোনও সাফল্য নেই। অনুর্ধ ১৯ বছর বিভাগে ছেলে ২ টি রুপা ও ১ টি ব্রোঞ্জ এবং মেয়ে ২টি গোল্ড, ২টি সিলভার ও ১টি ব্রোঞ্জ পায়। তার এই সাফল্যে উচ্ছ্বসিত সমগ্র কোলাঘাট-সহ কোলা ইউনিয়ন হাই স্কুলের ছাত্রছাত্রী-সহ শিক্ষকবৃন্দ।
ওই বিদ্যালয়ের শিক্ষক সুজন বেরা বলেন, শিক্ষক হিসেবে আজ আমি দারুণ আনন্দিত ও গর্বিত। একই ভাবে আনন্দ পেতাম যখন ওর দাদা সুপ্রিয় এইভাবে পদক জয় করে নিয়ে আসত। যোগ্য দাদার যোগ্য ভাই। এটাই বিদ্যালয়ে ওর শেষ বছর। আগামী দিনে ওর আরও সাফল্য কামনা করছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584