অর্পিতার পরিবারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

0
419

রিচা দত্ত,বহরমপুরঃ

Shuvendu message to be with Arpita's family
নিজস্ব চিত্র

১৯ জানুয়ারি ব্রিগেডের জনসভায় যোগদানের আহ্বান জানিয়ে আজ দুপুরে মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে বহরমপুরের জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও আবাসন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য,এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক এবং পশ্চিম সরকারের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী

গতকাল সৌমিত্র খাঁ দল বদলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা প্রসঙ্গে স্বাস্থ্য ও আবাসনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য বলেন যে,সৌমিত্র খাঁয়ের হঠাৎ মনে হয়েছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই।সৌমিত্র খাঁ কি বলল আর না বলল তাতে এই রাজ্যের গনতন্ত্রের স্তরের কোন এদিক ওদিক হবে না। সুতরাং বাংলাতে গনতন্ত্র আছে।যার মাথায় মমতা ব্যানার্জীর হাত নেই তার ফল শূন্য। কংগ্রেসে ছিল তার পর তৃনমূলে এসেছিল এবার বিজেপিতে গেল এরপর যেগুলো বাকি আছে সেগুলোও ঘুরবে।অন্যদিকে মুকুল রায় বলেছেন এখনো ছয় জন সাংসদ দলবদলের পথে আছেন।সেই প্রসঙ্গে বলেন,যিনি বলেছেন তিনি নিজেই তো হারিয়ে গেছেন। অতএব আজকে যারা যাচ্ছেন তারাও হারিয়ে যাবেন।অপরদিকে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের জন সভায় যোগ দেওয়ার পূর্বে সদ্য প্রয়াত অর্পিতা চৌধুরীর বাসভবনে যান।সেখান থেকে ফিরে অধীর জায়া প্রসঙ্গে জেলা তৃনমূল পর্যবেক্ষক বলেন,আমরা প্রায় সমসাময়িক,অর্পিতার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল এবং দুজনেরই নিক নাম একই।আজ থেকে তিন বছর আগে তমলুকে অর্পিতা আমার কাছে গিয়েছিল।তারপর থেকে ফোনে আমাদের সাথে যোগাযোগ ছিল।অত্যন্ত জনপ্রিয় এবং একজন পরিপূর্ন নারী ছিলেন অর্পিতা।অত্যন্ত বেদনাদায়ক ঘটনা তার পরিবারের সঙ্গে আমি আছি।প্রসঙ্গত উল্লেখ অর্পিতা চৌধুরীর ভাই অরিত মজুমদার বর্তমানে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি। কয়েকদিন পূর্বে তৃণমূলের এক জনসভায় অরিতকে পাশে নিয়ে অধীর চৌধুরীর বিশ্বাসঘাতকতার প্রসঙ্গে শুভেন্দু বাবু অর্পিতার প্রতি অধীরের বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করেন।আজকের জন সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শাহানাজ বেগম সহ অন্যান্য তৃনমূল নেতা কর্মীরা।

Shuvendu message to be with Arpita's family
নিজস্ব চিত্র

আরও পড়ুন: ব্রিজের নিচে মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here