মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
খোঁ চা না মা চা? টার্গেট সেলিব্রিটিরা। আকাশ আট চ্যানেলে আসছে নতুন রিয়ালিটি শো ‘গান পয়েন্ট’। এই অনুষ্ঠানে নারদ ফাঁস করবেন সঙ্গীত শিল্পীদের গোপন কথা। নারদের চরিত্রে রয়েছেন শিলাজিৎ মজুমদার। একটি ক্যাফের আদলে তৈরি হয়েছে এই অনুষ্ঠানের সেট। এই ক্যাফে টির নাম রাখা হয়েছে কচ্ছপ। নরমাল জল থেকে জ ল জল সবই পাওয়া যায় এই কচ্ছপ ক্যাফেতে। ফায়ারব্রিগেডের জল না ঢপের জল? চানাচুর চা না উপোসী চা? কি চাই? সেলিব্রিটিরা চাইলে এগুলো সবই পাবেন এই ক্যাফেতে। আর এসবের মূল কান্ডারী হিসাবে রয়েছেন নারদ। গোপন কথা ফাঁস করতেই এই ‘গান পয়েন্ট’-এর আসরে হাজির থাকবেন তিনি। দুজন সঙ্গীত শিল্পী একে অপরের মুখোমুখি বসে গান গাইবে। সাথে হবে আড্ডাও। চারটি রাউন্ড সম্পন্ন হবে এই অনুষ্ঠানটি। প্রথম রাউন্ডে থাকবে পর্দা ফাঁস। এই রাউন্ডে মুখোমুখি বসা দুজন সঙ্গীত শিল্পীর গোপন কথা ফাঁস করবেন নারদ অর্থাৎ শিলাজিৎ। দ্বিতীয় রাউন্ডের নাম নাগরদোলা দিচ্ছে পাক, গাইতে থাক। এই রাউন্ডে নারদ একটা তাল বাজাবে সেই তালে গান গাইতে হবে অনুষ্ঠানে উপস্থিত শিল্পীদের। তৃতীয় রাউন্ডের নাম ‘বলছে যখন গাইতে হবে’। এই রাউন্ডে মুখোমুখি বসে থাকা সঙ্গীত শিল্পীরা একে অপরকে গান গাইতে বলবে। চতুর্থ রাউন্ডের নাম ‘এনজয় গুরু’। এই রাউন্ডটা একটু অন্যরকমের। এই রাউন্ডে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের এবং বিভিন্ন জায়গার মানুষের অনুরোধে গান গাইতে হবে শিল্পীদের।
আকাশ আট চ্যানেলের নন ফিকশন হেড প্রিয়াঙ্কা সুরানা বলেন, এই অনুষ্ঠানে দুজন সেলিব্রিটি সিঙ্গারদেরকে একে অপরের ফেস অফ্-এ বসিয়ে দেওয়া হবে। মুখোমুখি বসে গানের হাড্ডাহাড্ডি লড়াই হবে, গোপন কথাও ফাঁস হবে কিন্তু অনুষ্ঠানের শেষে কেউ বিজয়ী হবে না। ‘গান পয়েন্ট ’-এ মুখোমুখি বসবেন জোজো-মনোময় ভট্টাচার্য, অঙ্কিতা ভট্টাচার্য-স্নেহা ভট্টাচার্য, ইমন চক্রবর্তী-সোমলতা আচার্য চৌধুরী সহ অন্যান্য সঙ্গীত শিল্পীরা। এই অনুষ্ঠান প্রসঙ্গে জোজো বলেন, গান, হুল্লোড়, আড্ডা এবং বেশকিছু অজানা কথা সবমিলিয়েই ‘গান পয়েন্ট’। মনোময় ভট্টাচার্য-এর বিপরীতে গান গেয়ে আরও ভালো লেগেছে বলে জানান সঙ্গীত শিল্পী জোজো। অন্যদিকে মনোময় ভট্টাচার্য বলেন, সাধারণত যে ধরণের গান তিনি করেন তার থেকে আলাদা একেবারে অন্যধরণের কিছু গান গাইতে পেরে খুশি মনোময়। জোজো-র সাথে মুখোমুখি বসে এই ‘গান পয়েন্ট’-এর প্রতিটি রাউন্ডে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত তিনি।
কচ্ছপ ক্যাফেতে আরও কি কি পাওয়া যায়? নারদ কার কি গোপন কথা ফাঁস করবে? তা জানতে হলে দেখতে হবে ‘গান পয়েন্ট’।
২০শে ফেব্রুয়ারি থেকে সঙ্গীত তিওয়াড়ীর পরিচালনায় আকাশ আট-এ প্রতি বৃহস্পতি, শুক্র, শণি রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে ‘গান পয়েন্ট’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584