নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আজ রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই দলীয়ভাবে শুরু হয়েছে ধর্না ও অবস্থান কর্মসূচি।সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল এর উদ্যোগে মেদিনীপুর শহরের জেলাশাসকের দপ্তর এর সামনে সকাল দশটা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি।কর্মসূচি হাজির ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র,জেলা সভাপতি অজিত মাইতি,রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, জেলা নেতৃত্ব শ্যাম পাত্র,বিকাশ ভুঁইয়া,শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব,কার্যকরী সভাপতি স্নেহাশিস ভৌমিক,কাউন্সিলার মৌ রায়,টি এম সি পি’র জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী প্রমুখ। এর পর একে একে হাজির হন জেলার বিধায়ক ও নেতৃত্বগণ।বিকেল ৫ টা অবধি এই অবস্থান চলবে বলে জানান তৃণমূলের মেদিনীপুর শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব।তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমাদের এখানেও জেলা তৃণমূলের উদ্যোগে এই কর্মসূচি।কেন্দ্রের মোদী সরকার যেভাবে উন্নয়নের বদলে মুখ বন্ধ করতে বিভিন্ন এজেন্সী দিয়ে দেশের সাংবিধানিক কাঠামো ধ্বংস করছে। তার প্রতিবাদেই এই ধর্ণা।”
আরও পড়ুনঃ পাঁচমাথার মোড়ে ধর্না তৃনমূলের
অপরদিকে খড়গপুর মহকুমা শাসক এর অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার,দেবাশীষ চৌধুরী,জহর পাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584