সামাজিক দূরত্ব না মানায় মালদহের সামসীতে গ্রেফতার ৬ ব্যবসায়ী

0
51

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

সামসীতে সামাজিক দূরত্ব ভঙ্গের অভিযোগ উঠল ছয় ব্যবসায়ীর বিরুদ্ধে। বুধবার এই অভিযোগে তাঁদের গ্রেফতার করল রতুয়া থানার পুলিশ। জানা গিয়েছে, সামসী, ভগবানপুর, ভাদো প্রভৃতি বাজারগুলিতে সামাজিক দূরত্ব মানা হচ্ছিল না। ব্যবসায়ী ও গ্রাহকরা সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে গায়ের জোরে দোকানপাট খোলা রাখছিল। এদিন এলাকায় অভিযান চালিয়ে সামসী বাজারে ছয়জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

vegetable market | newsfront.co
নিজস্ব চিত্র

এদিকে ব্যবসায়ীদের গ্রেফতার করার পরই পুরো বাজার এলাকা শুনসান হয়ে যায়। সামসী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের তরফে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করতে বলা হলেও মানুষের এই ন্যূনতম জ্ঞানটুকু নেই।

আরও পড়ুনঃ লকডাউন অমান্য করে দোকান খোলা, বন্ধ করল কোতোয়ালি থানার পুলিশ

ফলে দোকান বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না। যদিও বাসিন্দাদের অনেকে বলছেন, মুদিখানা দোকান সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকায় ভিড় বাড়ছে। মুদিখানা দোকান যদি সারাদিন খোলা থাকে মানুষের জমায়েত অনেক কম হবে বলে তাঁদের ধারণা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here