নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন শোলাঙ্কি রায়। বাংলা টেলিভিশনের ব্যস্ত অভিনেত্রী তিনি। সম্প্রতি শেষ হয়েছে ধারাবাহিক ‘প্রথমা কাদম্বিনী’। সেখানে ডাঃ কাদম্বিনী গাঙ্গুলির ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এর আগে ‘ইচ্ছেনদী’, ‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। এহেন শোলাঙ্কিকে এবার দেখা যাবে যিশু সেনগুপ্তর বিপরীতে। উইন্ডোজ প্রোডাকশনের আগামী ছবি ‘বাবা বেবি ও…’। সেখানেই জুটি বাঁধছেন শোলাঙ্কি এবং যিশু।
সিঙ্গল মাদারের গল্প এর আগে বহুবার ঘুরে ফিরে এসেছে সিনেমা, সিরিয়ালের গল্পে। কিন্তু সিঙ্গল ফাদারের গল্প সেভাবে দর্শক দেখেনি বললেই চলে।এবার তেমন গল্পই পেনবন্দি করলেন জিনিয়া সেন৷ ছবির চিত্রনাট্যকার জিনিয়া স্বয়ং৷ সংলাপ লিখেছেন সম্রাজী বন্দ্যোপাধ্যায়। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র মুখোপাধ্যায়।
যিশুকে এখানে দেখা যাবে সারোগেট ফাদারের চরিত্রে৷ বিয়ে না করেও যে কেউ পিতৃত্বের স্বাদ আস্বাদন করতে পারে তা দেখানো হবে এই ছবিতে। এখন কথা হল এই সিঙ্গল ফাদারের জীবনে তা হলে শোলাঙ্কির ভূমিকা কী? ছবিতে শোলাঙ্কি নাকি শিশু পছন্দ করেন না। বাচ্চাদের কান্নার আওয়াজ শুনলেই সে নাকি বিরক্ত হয়। ওদিকে যিশু রীতিমতো দায়িত্বশীল একজন সিঙ্গল ফাদার। দুই যমজ ছেলের জন্য খেলনা কিনতে গিয়ে শোলাঙ্কির সঙ্গে তাঁর দেখা ও আলাপ৷
আরও পড়ুনঃ হু ইজ বাউল?
এরপর শোলাঙ্কি নাকি তাঁর দুই ছেলের মায়ায় জড়িয়ে পড়ে। এরপর কী হয় সেটাই দেখার। ২১ মার্চ থেকে শুরু হল শুটিং। এই ছবিতে গানের দিকটি দেখছেন ওপার বাংলার চমক হাসান৷ কলকাতা এবং শান্তিনিকেতনে হবে ছবির শুটিং। শোনা যাচ্ছে শোলাঙ্কি নাকি উইন্ডোজের আগামী আরও দুটি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584