কালনায় লোন মেলা

0
64

শ্যামল রায়,কালনাঃ
মঙ্গলবার কালনা ২ নম্বর ব্লকের উদ্যোগে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে এক লোন মেলা অনুষ্ঠিত হলো।সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবঘড়িয়া জানিয়েছেন যে অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার লক্ষ্য নিয়ে আরও একধাপ এগিয়ে গেল কালনা ২ নম্বর ব্লক।তিনি জানালেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যারা এখনো অর্থনৈতিক ভাবে উন্নত হতে পারেনি তাদের স্বাবলম্বী করার জন্যই হাতে কলমে কাজ শিখিয়ে আর্থিক সহযোগিতার মধ্যে দিয়ে স্বাবলম্বী করতে।সেই লক্ষ্য নিয়েই কালনা ২ নম্বর ব্লক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে দিয়ে স্বাবলম্বী করতে একধাপ এগিয়ে গেল।এদিন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের মধ্যে আড়াই কোটি টাকা বিতরণ করার কথা ছিল প্রাপকদের মধ্যে কিন্তু আবহাওয়ার কারণে ৮৯ লক্ষ টাকা হাতে তুলে দিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবঘড়িয়া।
এদিন তিনি জানিয়েছেন যে আগামী মার্চ মাস পর্যন্ত তাদের টার্গেট ছিল ১৯কোটি ৯২ লক্ষ টাকা কিন্তু ইতিমধ্যে বিতরণ করা হয়ে গিয়েছে কুড়ি কোটি ৮৩ লক্ষ টাকা।

special credit camp at kalna
ঋণ চেক প্রদান করেছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। নিজস্ব চিত্র

সমষ্টি উন্নয়ন আধিকারিক আরও জানিয়েছেন তাদের ব্লক এ ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা রয়েছে ৭৫৪টি।সদস্য সংখ্যা ৭৫৪০জন।এদিন তিনটি রাষ্ট্রীয় ব্যাংক আর্থিক সহযোগিতা করলেন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের।স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ধানের ব্যবসা,ছাগল পালন, গরু পালন,রেডিমেট ব্যবসা কাপড়ের দোকান মুদিখানার দোকান টেলারিং এর কাজ জ্যাম জেলি তৈরি পুতির কাজের মধ্যে দিয়ে এই ঋণের টাকা নিয়ে ব্যবসার মধ্যে দিয়ে স্বাবলম্বী হবেন এবং ঋণ পরিশোধ করবেন।

আরও পড়ুনঃ সবলা মেলার উদ্বোধনে কেশিয়াড়িতে পরিবহন মন্ত্রীর ঘোষণা কোটি টাকার বাস স্ট্যান্ডের

আরো জানা গিয়েছে যে ইতিমধ্যে ঋণের টাকা পরিশোধ করার প্রবণতা যথেষ্ট ভালো।১০০% ঋণ পরিশোধ করার কাজ এগিয়ে যাচ্ছে। আগামী দিন এই ধরনের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার কাজ দ্রুত এগিয়ে নিতে কাজ করবে কালনা ২ নম্বর ব্লক।এই লোন মেলায় উপস্থিত ছিলেন আধিকারিক অপর্ণা মুখার্জি ও পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা কটি সহ অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here