নিজস্ব সংবাদদাতা,আরামবাগঃ
আজ ডোমা ও জেলাসভাধিপতি র অফিস হুগলী তে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে নব নির্বাচিত জেলা সভাধিপতি মাননীয় জনাব আলহাজ্ব সেখ মেহবুব রহমান সাহেব ও ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার মাননীয় জয়ন্ত কুমার মল্লিক মহাশয় কে সংবর্ধনা দেওয়া হয়।
ডোমা অফিসে আগামী হুগলী জেলার মাদ্রাসা গেমস্ এণ্ড স্পোর্টস মিট নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।২৮ ও ২৯শে নভেম্বর ২০১৮ তে আরামবাগে জেলা স্পোর্টস অনুষ্ঠিত হতে চলেছে। এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির রাজ্য সভাপতি জনাব রফিকুল ইসলাম সাহেব ও রাজ্য সম্পাদক জনাব সৈয়দ সাফাকাত হোসেন সাহেব ঐ সমিতির মুখপাত্র জনাব সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব।সমিতির জেলা যুগ্ম সম্পাদক জনাব সৈয়দ এহতেশাম মামুন সাহেব, সেখ আজিজুর রহমান, মওলানা ঈশা হক, রফিকুল ইসলাম, মওলানা ওবাইদুর রহমান, মিসকাতুল. হাসান মহাঃ আলি,রহিম খান, নবাব আলি, আমীর হোসেন প্রমুখ সহ জেলা স্পোর্টস কমিটির সদস্য বৃন্দ।
আরও পড়ুনঃ দুর্ঘটনাগ্ৰস্ত ফারাক্কা এক্সপ্রেস, মৃত অন্তত ৬
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584