নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বেতন বৃদ্ধির দাবিতে বেশ কয়েক মাস যাবত বিমান সংস্থা ইন্ডিগোর কর্মীদের মধ্যে অসন্তোষ বেড়েই চলেছে। এবার গণছুটিতে ইন্ডিগোর বিমান চালক, কেবিন ক্রু ও রক্ষণাবেক্ষণ কর্মীরা। এর জেরে হায়দ্রাবাদ ও দিল্লির বিমান পরিষেবার ক্ষেত্রে সমস্যায় পড়েছে সংস্থা এমনটাই সংবাদমাধ্যম সূত্রে খবর, তবে ইন্ডিগোর তরফে সরকারিভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি। জানা গিয়েছে একাধিক উড়ান দেরিতে ছেড়েছে, বাতিল করতে হয়েছে বেশ কিছু উড়ান।
ইন্ডিগোর কর্মীদের মূল অভিযোগ, কোভিড আবহে ২৮ শতাংশ বেতন কমানো হয়েছিল তাঁদের। কিন্তু পরবর্তীতে স্বাভাবিক বিমান চলাচল শুরু হলেও এখনও অতিমারির সময়ের বেতনই তাঁদের দেওয়া হচ্ছে। এর মধ্যেই গত এপ্রিল মাসে বেশ কয়েকজন বিমানচালক গণছুটিতে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলে তাঁদের বরখাস্ত করে সংস্থা। স্বাভাবিকভাবেই জটিলতর হয় পরিস্থিতি।
আরও পড়ুনঃ অসৌজন্যের রাজনীতি! মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের
এছাড়া চলতি মাসেই সংস্থার অধিকাংশ কেবিন ক্রু একসঙ্গে ছুটি নিয়ে চলে যান এয়ার ইন্ডিয়ার পরীক্ষা দিতে। সেদিন ইন্ডিগোর অর্ধেকের বেশি বিমান পরিষেবা ব্যাহত হয়। ইতিমধ্যেই টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়া ছাড়াও এসেছে রাকেশ ঝুনঝুনওয়ালার ‘আকাসা’ কাজেই বিমান পরিবহণ ক্ষেত্রে চাকরীর সুযোগ বেড়েছে অনেকটাই। এই পরিস্থিতিতে বেশ কিছুটা চাপে পড়েছে ইন্ডিগো। কর্মীদের বেতন আগের অবস্থায় ফেরানোর প্রক্রিয়াও সংস্থা শুরু করেছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584