অনির্বাণ দে ,বহরমপুরঃ
৬ই অক্টোবর বহরমপুর রবীন্দ্রসদনে শুরু হল ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের ৮৩ তম রাজ্য সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা।
এদিন অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন ওয়েবকুটার রাজ্য সভাপতি শুভোদয় দাশগুপ্ত।এদিন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি,বার্তা পাঠ করেন শ্রুতিনাথ প্রহরাজ।
স্বাগত ভাষণ দেন অধ্যাপিকা হেনা সিনহা।
সম্মেলন উদ্বোধন করেন ওয়েবকুটার প্রাক্তন সাধারণ সম্পাদক সুদর্শন রায়চৌধুরী।তিনি বলেন, সমাজকে আচ্ছন্ন করছে অসহিষ্ণুতা। ইউ জি সি ভেঙে ফেলে আমলাতান্ত্রিকতাকে শিক্ষার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মত প্রকাশ করেন তিনি।
সভাপতির ভাষণে বিশিষ্ট শিক্ষাবিদ সুধীর চক্রবর্তী বহুমাত্রিকতার পক্ষে সওয়াল করেন। নিজেদের দাবি আদায়ে,শিক্ষাকে রক্ষা করতে শিক্ষার সাথে জড়িত মানূষকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি।
বক্তব্য রাখেন মুর্শিদাবাদের সাংসদ বদরুদ্দোজা খান, শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন, পশ্চিম বঙ্গ সরকারী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. দেবাশিষ সরকার, পশ্চিমবঙ্গ কলেজ এমপ্লয়ীজ ইউনিয়ানের নেতা নীলকমল সাহা, শিক্ষক নেতা সমর চক্রবর্তী।
এদিন সংবর্ধনা জানানো হয় প্রবীণ অধ্যাপকদের।রবীন্দ্রসদনে সম্মেলন উপলক্ষে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ‘ Higher Education in India: Contemporary India – Tasks Ahed’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখেন দিল্লী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি রাজীব রায়, শিক্ষাবিদ মীরাতুন নাহার, এ আই ফুকটোর সাধারণ সম্পাদক অরুণ কুমার।সভা পরিচালনা করেন শ্যামল চক্রবর্তী।
আলোচনাসভায় শিক্ষার পাশাপাশি সামাজিক সুরক্ষা,স্বাস্থ্য নিয়ে কথা বলেন বক্তারা।
অধ্যাপক রাজীব রায় বলেন দেশে শিক্ষার উপর যে আক্রমণ তাতে সব থেকে বেশী ক্ষতি হচ্ছে ছাত্রদের। ছাত্র,শিক্ষক, যুবক অংশের মানুষ সকলে মিলেই শিক্ষাকে রক্ষা করার লড়াইয়ে নামতে হবে।রবিবার বিকেল পর্যন্ত চলবে অধ্যাকদের সম্মেলন।
আরও পড়ুনঃ বালুরঘাটে ডাকঘর পাসপোর্ট সেবা কেন্দ্র উদ্বোধন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584