বেসরকারি হাসপাতালের খরচে রাশ টানতে একাধিক সুপারিশ রাজ্য স্বাস্থ্য কমিশনের

0
66

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির খরচ নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। সেই বেহিসেবী খরচে রাশ টানতে বেশ কয়েকটি সুপারিশ করলো রাজ্য স্বাস্থ্য কমিশন।  কমিশনের সুপারিশে বলা হয়েছে বছরে একবারের বেশি বেড চার্জ বাড়াতে পারবে না বেসরকারী হাসপাতাল বা নার্সিংহোম ।  সর্বোচ্চ ১০  শতাংশ বাড়ানো যেতে পারে, এমনটাই সুপারিশ রাজ্য স্বাস্থ্য কমিশনের । পাশাপাশি করোনাকালে যাতে বেসরকারী হাসপাতাল যা খুশি বেড চার্জ না নিতে পারে তার জন্য দুই হাজার কুড়ি সালের পয়লা মার্চ এর বেড চার্জ নেওয়ার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য কমিশন । সেই নির্দেশও তুলে নেওয়া হলো বলে এদিন জানান  স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়।

health commission advisory
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নিজের গাড়িতে নিজে আগুন লাগিয়ে দোষ দুষ্কৃতিদের ঘাড়ে! গ্রেপ্তার তামিলনাডুর বিজেপি নেতা

এদিন তিনি বলেন, যে কোনও বেসরকারি হাসপাতালে জেনারেল বেডের তুলনায় অনেক গুন বেশী টাকা নেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলির ভাড়া হিসেবে। কমিশনের তরফে বলা হয়েছে  ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে উন্নত পরিষেবা দিতে হয় এটা ঠিক  কিন্তু তাতে আর এম ও-র চার্জ আলাদা করে নিতে পারবেনা হাসপাতালগুলি।  রোগীকে পরিস্রুত পানীয় জল দিতে হবে  হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে, তার জন্য কোন আলাদা চার্জ নেওয়া যাবে না । তবে কোন রোগী  যদি প্যাকেজড ড্রিংকিং ওয়াটার খেতে চান তাহলে তার জন্য চার্জ নিতে পারবে হাসপাতাল বা নার্সিংহোম।

আরও পড়ুনঃ এটা তিস হাজারি কোর্ট নয়, GAIN BITCOIN scam মামলায় অজয় ভরদ্বাজ-কে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাইলস টিউব পরানো, ক্যাথিটার পরানো , ক্যানুলার লাগানো বা আর্টেরিয়াল লাইন করার মতো রুটিন প্রসিডিওর এর ক্ষেত্রে আলাদা করে কোন চার্জ নেওয়া যাবে না । তবে ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি থাকা রোগীকে ভেন্টিলেট করা,একমো প্রসিডিউর, ট্রাকিওস্টোমি  এই ধরনের প্রসিডিওর- এর ক্ষেত্রে চার্জ নিতে পারবে আলাদা করে বেসরকারি হাসপাতাল। এমনটাই সুপারিশ রাজ্য স্বাস্থ্য কমিশনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here