নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
পুলিশ যে নৃশংস ব্যবহার করেছে,গুলি চালিয়েছে শুধু নয় গাড়ি দিয়ে বাচ্চাদের চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসে পুলিশের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের ময়দানে ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর জনসভা।এদিন সেই জনসভার পূর্বে বংশীহারী ব্লকের বুনিয়াদপুর এলাকার বিজেপির দলীয় কার্যালয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির দলীয় পদাধিকারী নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকের পূর্বে সংবাদমাধ্যমের সামনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইসলামপুরের দাড়িভাটা হাই স্কুলের গন্ডগোলে স্কুলের দুই প্রাক্তন ছাত্রের মৃত্যুতে ঘটনায় পুলিশের বিরুদ্ধে তোপ দেগে বলেন সারা পশ্চিমবাংলায় পুলিশের যে নৃশংস ব্যবহার তার পরিণাম সবজায়গায় আজকে পুলিশকে ঢুকতে দিচ্ছে না।পুলিশের এস.পি বলছেন পুলিশ গুলি চালায়নি।পুলিশ বলছে বাইরে থেকে অস্ত্র নিয়ে লোক এসেছিল। ওখানে এখনো পর্যন্ত দশ জনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তাদের কাছে এখনো পর্যন্ত কতগুলি অস্ত্র পেয়েছেন বা অস্ত্র উদ্ধার করেছেন বলে এদিন পুলিশ প্রশাসনের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন দিলীপ ঘোষ। ইসলামপুরের ঘটনায় দিলীপ ঘোষ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবী করার পাশাপাশি গোটা ঘটনায় সি.বি.আই তদন্তের দাবী জানান।এরপর দিলীপ ঘোষ মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করার পক্ষে জোড়ালো সওয়াল করে বলেন জেলা বিদ্যালয় পরিদর্শককে বলির পাঠা করা হলো। এমনকি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভুয়ো জাতিগত শাংসাপত্র নিয়ে শিক্ষকদের বিদ্যালয়ের নিয়োগের অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলায় আদিবাসী সংগঠনগুলির আন্দোলনকে পরোক্ষে সমর্থন করে এদিন দিলীপ ঘোষ বলেন যেখানে অন্যায় অবিচার সেখানে বিজেপি প্রতিবাদ প্রতিরোধ করবে।রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে সৌমেন মিত্র-র অসীন হওয়াকে প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন পশ্চিমবাংলার কংগ্রেস আই.সি.ইউ-তে চলে গিয়েছে,সৌমেন বাবুর মতো অভিজ্ঞ ডাক্তারও তাকে বাঁচাতে পারবে না।এমনকি অধীর চৌধুরী কি বিজেপিতে যোগদান করতে চলেছে সাংবাদিকদের সেই প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে দিলীপ ঘোষ বলেন আপনি কথা বলুন,আমি নিয়ে নেব।এদিন বুনিয়াদপুরে বিজেপির দলীয় কার্যালয়ে দক্ষিণ দিনাজপুরে বিজেপির দলীয় পদাধিকারীদের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির উত্তরবঙ্গ জোনের আহ্বায়ক রথীন্দ্রনাথ বোস, বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি শুভেন্দু সরকার, ভারতীয় জনতা যুব মোর্চার দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত। দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে ৫২ দিন ধরে আটকে রাখার প্রতিবাদে এদিনের এই প্রতিবাদ সভা বলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন।
আরও পড়ুন: শিলিগুড়িতে এবিভিপির অবরোধ তুলতে লাঠিচার্জ পুলিশের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584