‘A বং পজিটিভ’-এর ‘রং মশাল’ জ্বলবে শীঘ্রই

0
339

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সিমলা ‘A বং পজিটিভ’ নাট্যদলের উদ্যোগে আগামী ২৫-২৮শে ফেব্রুয়ারি হেদুয়া পার্কে কলকাতার একমাত্র স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল ‘রং মশাল’ অনুষ্ঠিত হতে চলেছে। এটি তাদের চতুর্থতম বর্ষে পদার্পণ।

Rong Mashal | newsfront.co

এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হল, বাংলা থেকে হারিয়ে যাওয়া প্রাচীন শিল্পগুলিকে একই মঞ্চে নিয়ে আসা। বহু শিল্পী, মানুষ ও হস্তশিল্পের সমাগম হবে এই উৎসবে। প্রায় ৩০০ শিল্পী বিভিন্ন জেলা থেকে আসবেন ও এই শহর মাতিয়ে তুলবেন তাঁদের বিভিন্ন শিল্পধারার মাধ্যমে।

Street art festival | newsfront.co

থাকবে পটের গান, বিহু, ধামাইল, ছৌ-নাচ, পুতুল নাচ এবং মূকাভিনয় ও পথ নাটকের মতো  হারিয়ে যাওয়া শিল্প মাধ্যম। দীর্ঘদিন ধরেই নবীন ছেলে-মেয়েরা পথে পথে ঘুরে আর্থিক অনুদান সংগ্রহ করে এই উৎসব কলকাতাবাসীর কাছে তুলে ধরে।

আরও পড়ুনঃ কলকাতার বুকে পদ্মা পাড়ের রসনা

অনুষ্ঠানে নানা সময়ে উপস্থিত থাকবেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, চন্দন সেন, খরাজ মুখোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, শুভাশিস মুখোপাধ্যায়, দেবশঙ্কর হালদার সহ আরও অনেক গুণীজন। অনুষ্ঠানের প্রথম দিনে উপস্থিত থাকবেন অভিনেতা মানসী সিনহা ও রজত গাঙ্গুলি।

আরও পড়ুনঃ ভ্যালেন্টাইন্স ডে-তে ‘ভিন্ন প্রেমের কাহিনি’ নিয়ে হাজির নচিকেতা

অনুষ্ঠানের শেষ দিনে নাট্য সম্মান দেওয়া হচ্ছে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শুভাশিস মুখার্জি, পঙ্কজ মুন্সি এবং নিমাই ঘোষকে। তাঁদের হাতে এই সম্মান তুলে দেবেন অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। সকলকে আমন্ত্রণ জানায় ‘A বং পজিটিভ’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here