মেদিনীপুরে তৃণমূলের বর্ধিত সভায় শুভেন্দুকে নিয়ে মন্তব্যে নারাজ সুব্রত

0
112

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

শনিবার তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ডাকে মেদিনীপুর শহরে জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি হলে তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভার আয়োজন করা হয় ।

extended meeting | newsfront.co
নিজস্ব চিত্র

উক্ত সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি ,সাধারণ সম্পাদক গোপাল সাহা, চেয়ারম্যান বিধায়ক দিনেন রায়, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, বিধায়ক শ্রীকান্ত মাহাতো, বিক্রম প্রধান, আশীষ চক্রবর্ত্তী, প্রদ্যোত ঘোষ ,গীতা ভুঁইয়া,প্রদীপ সরকার,মৃগেন মাইতি সহ দলের বিধায়ক গণ।

people | newsfront.co
নিজস্ব চিত্র

তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির বর্ধিত সভায় সুব্রত বক্সি আগামী ৭ই ডিসেম্বর মেদিনীপুরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন। আগামী ৭ই ডিসেম্বর মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের ডাকে প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়েছে।

tmc meeting | newsfront.co
নিজস্ব চিত্র

ওই প্রকাশ্য জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।তাই ওই জনসভাকে সফল করে তোলার জন্য দলীয় কর্মীদের তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন। সেই সঙ্গে দলীয় কর্মীদের তিনি কিভাবে কাজ করতে হবে তাও তিনি বিস্তারিতভাবে বলেন ।

আরও পড়ুনঃ শুভেন্দু ইস্যুতে ‘ডোন্ট কেয়ার’ ভাব বামেদের

তবে তিনি এদিন শুভেন্দু অধিকারী সম্পর্কে কোনো মন্তব্য করেননি। শুধু তিনি বলেন শুভেন্দু অধিকারী এখনও দলের বিধায়ক আছেন এবং দলের সদস্য আছেন। তিনি যতক্ষণ দলে আছেন তার সম্পর্কে কোন কিছু বলা সঠিক হবে না। উল্লেখ করা যায় যে শুক্রবার শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন ।এরপরে রাজ্য রাজনীতি শুভেন্দু অধিকারী কে নিয়ে উত্তাল হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ তৃণমূল ছাড়লেন বিধায়ক মিহির গোস্বামী, যোগ দিলেন পদ্মফুলে

তা সত্ত্বেও শনিবার মেদিনীপুর শহরে দলের সভায় এসে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সংযতভাবে তিনি বিষয়টি এড়িয়ে যান।তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন বাংলার মানুষ বিজেপি সম্পর্কে ভালো ভাবে জানেন।

তাই আমাদের বিশ্বাস বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে কোন দিন বাংলায় ক্ষমতায় নিয়ে আসবেনা। বাংলার মানুষ শান্তি ও উন্নয়নের জন্য তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসবে এবং রাজ্যে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here