স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য এলাকায়

0
79

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Suicidal jewellery traders
নিজস্ব চিত্র

এক স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাথরপ্রতিমা বাজারে।মৃতের নাম সুদীপ কামিলা ওরফে হাবু ( ৩৮)।

Suicidal jewellery traders
সুদীপ কামিলা। ফাইল চিত্র

তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা বাজারে পুরাতন জেটিঘাট সংলগ্ন একটি প্রতিষ্ঠিত স্বর্ণ অলঙ্কারের দোকানের মালিক।তাঁর বাবার নাম সুধাংশু কামিলা।পাথরপ্রতিমা বাজার এর একটি প্রসিদ্ধ ব্যবসায়ী নামেই তাঁকে চিনতেন সবাই। সাগরদ্বীপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আরো পাঁচটি সোনার দোকান রয়েছে এই ব্যক্তির।

Suicidal jewellery traders
মৃতের বাবা। নিজস্ব চিত্র

বহু কর্মচারী এসব সোনার দোকানে কাজ করে।সুদীপ বাবুর স্ত্রী দুটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে।গত ৮ ই এপ্রিল তারিখে ছেলের জন্মদিনের সঙ্গে সঙ্গে দোকানে ছিল হালখাতা।ছেলে শীভমের জন্মদিন ও হালখাতা কাটে ভালোয় ভালোয়।এদিন গ্রামের একজনের বাড়িতে অনুষ্ঠানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে অন্যান্য দিনের মতো তিন তলার উপরে নিজের ঘরে ঘুমাতে চলে যান সুদীপ বাবু।ঘুম থেকে উঠছে না দেখে তাঁর স্ত্রী ঘরের দরজা বন্ধ দেখে বাইরে থেকে বার বার ডাকতে থাকে।কোন সাড়া না পাওয়ায় দোকানের কর্মচারীদের হাঁকডাক করে।

Suicidal jewellery traders
মৃতদেহ ঘিরে পরিজনেরা। নিজস্ব চিত্র

ডাকে কর্মচারীরাও উপরে উঠে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে গলায় দড়ি দিয়ে ঝুলছে সুদীপ বাবু। দড়ি থেকে নামিয়ে স্থানীয় মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুনঃ সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী আরপিএফ অফিসার

স্থানীয় পাথরপ্রতিমা থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানাতে নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া রয়েছে।কি কারনে এমন ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here