সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমানের কাঞ্চননগরে অনুষ্ঠিত হতে চলেছে ১২ তম কাঞ্চন উৎসব। আগামীকাল থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই উৎসব। তারই উদ্বোধনে শহরে আসছেন বলিউডের অভিনেতা সুনীল শেট্টি এবং অভিনেত্রী রবিনা ট্যান্ডন।

বর্ধমানের কাঞ্চন নগরের আয়োজিত এই উৎসবে প্রতিবছরই দেশ এবং বিদেশের বিখ্যাত শিল্পীদের আনা হয়। এর আগে সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিতের মতো শিল্পীরা এসেছিলেন। উৎসব কমিটির সভাপতি প্রাক্তন কাউন্সিলর খোকন দাস জানিয়েছেন, এবারে উৎসবের বাজেট ৩০ লক্ষ টাকা। উৎসবের পাশাপাশি কঙ্কালেশ্বরী কালীমন্দির এলাকায় তৈরি হওয়া বৃদ্ধাশ্রম ‘নবনীড়ের’ উদ্বোধন হওয়ার কথাও জানান তিনি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584