সুপার সিঙ্গারের মঞ্চে হাজির ডিস্কো কিং

0
146

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

টেলিভিশনের পর্দায় চলছে ট্যালেন্ট হান্ট শো ‘সুপার সিঙ্গার’। প্রত্যেক এপিসোডে বিচারকদের চুলচেরা বিচারে বেছে নেওয়া হচ্ছে সেরাদের।

super singer | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

বিচারকের আসনে রয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু এবং জিৎ গাঙ্গুলি। শুধু একে অপরকে সুর-তাল-লয়ের জাদুতে টেক্কা দেওয়াই নয়, এই মঞ্চে এসে প্রতিযোগীরা বিচারকদের কাছ থেকে পান অনেক টিপস। তিন মহারথীই গাইড করেন প্রত্যেককে। ফলে নিজেদের আরও বেশি সমৃদ্ধ করতে পারছেন আগামীর শিল্পীরা।

super singer | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
super singer | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ শিল্পীদের অনবদ্য সৃষ্টিতে সমৃদ্ধ ‘কলকাতা আর্ট ফেয়ার’

আজ এবং আগামিকালের পর্বে রয়েছে দারুণ চমক। ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী থাকছেন দুদিনের পর্বে। কিংবদন্তির উপস্থিতিতে সুপার সিঙ্গারের মঞ্চ হয়ে উঠবে আরও রঙিন। প্রোমো ইতিমধ্যেই জানান দিচ্ছে অনেক চমক অপেক্ষা করছে এই দুই পর্বে।

আজ এবং আগামিকাল রাত ৯ টায় তাই চোখ রাখতে ভুলবেন না স্টার জলসার পর্দায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here