নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
নির্বাচন-পরবর্তী অশান্তি মামলায় পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকার ও জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল দেশের সর্বোচ্চ আদালত।
একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তেই শুরু হয়েছে রাজনৈতিক সংঘর্ষ। বিরোধীদের দাবি এই সংঘর্ষের বলি হয়েছে প্রায় ১৬ জন রাজনৈতিক কর্মী। এই নিয়ে একাধিক মামলা দায়ের হয় আদালতে। এমনকি আদালতে দুই মহিলা ধর্ষিত হওয়ারও অভিযোগ জানান।গত ১৮ জুন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এই মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন। ইতিমধ্যে রাজ্যপাল জগদীপ ধনকড়ও দু-দুবার দিল্লি যান অভিযোগ জানাতে।
Supreme Court has issued notice to the Centre, State of West Bengal, and Election Commission of India. #WestBengal #WestBengalViolence
— Live Law (@LiveLawIndia) July 1, 2021
আরও পড়ুনঃ জেল থেকে ছাড়া পেলেন সিএএ বিরোধী আন্দোলনকর্মী অখিল গগৈ
নির্বাচন পরবর্তী অশান্তি মামলার এক আবেদনে সিট গঠনের দাবির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বিনিত শরণের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ বৃহস্পতিবার নোটিশ জারি করে ৪ সপ্তাহের মধ্যে রাজ্য সরকার, কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের জবাব তলব করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584