মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনার দ্বিতীয় ঢেউ সরে গেলেও ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সতর্কতা আগেই জারি করা হয়েছে। এর মধ্যেই করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিল কেরলে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে ৩২ হাজারের বেশি মানুষ নতুন সংক্রমিত হয়েছে। এই পরিস্থিতিতে শারীরিক ভাবে পড়ুয়ারা স্কুলে গেলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বাড়বে। সেই কারণেই কেরলে একাদশ শ্রেণির পরীক্ষা এক সপ্তাহের জন্য পরীক্ষা স্থগিত করল সুপ্রিম কোর্ট।
আগামী ৬ সেপ্টেম্বর, সোমবার থেকে কেরলে একাদশ শ্রেণির পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতি বেসামাল হওয়ার কারণেই কেরলে পরীক্ষা স্থগিত করল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত কেরল ও বাংলার ৩৪ পড়ুয়া, বন্ধ করা হল বেঙ্গালুরুর নার্সিং কলেজ
বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ জানিয়েছে, এইমুহূর্তে কেরলে করোনা সংক্রমণের হার কমার কোনও লক্ষণ নেই। প্রতিদিনই রাজ্যে প্রায় ৩০ হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। যা গোটা দেশের সামগ্রিক করোনা সংক্রমণের প্রায় ৭০ শতাংশ। আর এই পরিস্থিতিতে শারীরিক ভাবে স্কুলে উপস্থিত থাকা, পড়ুয়াদের জন্য বিপদ্দজনক হতে পারে। সেই কারণেই কেরলে এক সপ্তাহের জন্য একাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584