নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
কংগ্রেসের সঙ্গে জোট না হলে বামফ্রন্ট সব রকম ভাবে প্রস্তুত আছে।লড়াইটা কংগ্রেসের সঙ্গে নয় তাদের লড়াই বিজেপি ও তৃণমূলের সঙ্গে।গঙ্গারামপুরে বালুরঘাট আসনে বাম প্রার্থীর হয়ে কর্মীসভা থেকে জোট প্রসঙ্গে এমনি মন্তব্য করলেন সিপিআইএমের পলিব্যুরো সদস্য ও রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র।এদিন গঙ্গারামপুর রবীন্দ্রভবনে বামফ্রন্টের সভায় শতাধিক কর্মী সমর্থক হাজির ছিলেন।এদিনের কর্মীসভায় সূর্য্যকান্ত মিশ্র ছাড়াও হাজির ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস, আহ্বায়ক মানবেশ চৌধুরী সহ অন্যান্য জেলা ও রাজ্য নেতৃত্ব।দলীয় কর্মীসভায় সূর্যকান্ত মিশ্র মঞ্চে উঠে কর্মীদের উদ্দেশ্যে দলীয় ভাষন রাখতে গিয়ে তিনি জানান,”২০১৯ এর নির্বাচন কংগ্রেসের সাথে নয়।লড়াই রাজ্যে তৃনমূলের সাথে কেন্দ্রে বিজেপির সাথে।তবে কংগ্রেসের সাথে জোটের আলোচনায় এখন পর্যন্ত কিছু ঠিক হয়নি।
আরও পড়ুনঃ কংগ্রেসের সাথে জোট হলে ভালো হত মনে করেন আরএসপি প্রার্থী
বামফ্রন্ট এই নির্বাচনে একাই লড়বে।” তিনি জানান বিজেপিকে ও তৃনমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া।এদিন মঞ্চে শাসকদলকে এইভাবে কটাক্ষ করেন সূর্যকান্ত মিশ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584