শহীদদের স্মৃতিতে মাল্যদান করে নন্দীগ্রাম দিবস পালন পরিবহণ মন্ত্রীর

0
82

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

২০০৭ সালের ১৪ ই মার্চ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ভূমি আন্দোলনের এই দিনটি কারও কাছে অজানা নয়। এই দিনেই ১৪ জন চাষীদের হত্যার ঘটনায়, অভিযোগ উঠেছিল সিপিআইএমের হার্মাদদের উপর, আর গর্জে উঠেছিল নন্দীগ্রামের মানুষ। তারপর থেকেই এই দিনটিকে নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করছে বর্তমান শাসকদল।

Nandigram | newsfront.co
নন্দীগ্রাম দিবস পালনে রাজ্যের পরিবহণ মন্ত্রী। নিজস্ব চিত্র

প্রত্যেক বছর এই দিনে সেইসব শহীদদের স্মৃতিতে মাল্যদান করে দিনটিকে পালন করে রাজ্য সরকার। প্রতি বছরের মতো এই বছরও সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে মাল্যদান ও শহীদ দিবস পালন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari | newsfront.co
সাংবাদিকদের মুখোমুখি পরিবহণ মন্ত্রী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কৃষক দিবস, কৃষকরত্ন প্রদান অনুষ্ঠান পালন নারায়ণগড়ে

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ওই গনহত্যার দোষী যারা এখনও তারা খোলা বাজারে ঘুরছে। তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, সেই সময় ৪৫ জন মহিলাকে ধর্ষণ করা হয়েছিল।

Suvendu | newsfront.co
নিজস্ব চিত্র

সেই দোষীদেরও অবিলম্বে শাস্তি দিতে হবে”। শুধু তাই নয় সারা বছরই এই দিনটিকে পালন করবে তৃণমূল এমনই অঙ্গীকার করেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here