রথ যাত্রার দিন খুলছে তারাপীঠের মন্দির

0
100

পিয়ালী দাস, বীরভূমঃ

রথ যাত্রার দিন খুলছে তারাপীঠ মন্দির। শনিবার দ্বিতীয় দফার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সব কিছু ঠিক থাকলে ৯৩ দিন পর খুলে যাচ্ছে মায়ের মন্দির। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় মন্দিরের সেবায়েত নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী রথযাত্রার দিন মায়ের মন্দির খুলে দেওয়া হবে।

Sanitized tannel | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু তার জন্য বেশ কয়েকটি নিয়মাবলী মানতে হবে।ভক্তদের মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘করোনা সংক্রমণ একপ্রকার প্রাণঘাতি ব্যাধি। তাই ভক্তদের জীবন সুরক্ষিত করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Tarapith Temple | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ভারত জিতবে, চিন হারবে, আমরা কেন্দ্রের পাশে আছি, সর্বদল বৈঠকে বললেন মমতা

তার মধ্যে অন্যতম হল, মায়ের গর্ভগৃহের কোন ভক্ত প্রবেশ করতে পারবেন না, মন্দির চত্বরের ভেতরে কোনভাবেই অধিক ভক্তদের প্রবেশ করা যাবে না, সেবাইতদের মাধ্যমে মায়ের পুজো দিতে হবে, পূজা দেওয়া হলে ভক্তদের হাতে পূজোর সামগ্রী তুলে দেওয়া হবে। মাকে ভোগ দেওয়া যাবে কিন্তু সেই ভোগ মন্দির চত্বরে বসে খাওয়া যাবে না। তাছাড়া মন্দির চত্বরে চলবে জীবাণুনাশক স্প্রে এবং মন্দির খোলার পর সমস্ত রকমের সরকারি নিয়মাবলী মেনে চলা হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here