শ্যামল রায়,কালনাঃ
ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বড় হয়ে মানুষের মতো মানুষ হলে শিক্ষার উন্নয়নে তিনি আর্থিক সাহায্য করবেন।সেই আশা আজ বাস্তবায়িত করে চলছেন অবসরপ্রাপ্ত শিক্ষক,মন্তেশ্বর থানার ভাগরা মূল গ্রাম পঞ্চায়েতের সিজনা উজনা গ্রামের বাসিন্দা তপন ঘোষ।সোমবার সিজনা উজনা পঞ্চ পাড়া উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ আলোচনা নাচ গান অনুষ্ঠিত হয়।এদিন বিদ্যালয়ের অস্থায়ী ভাবে একজন নৃত্য শিক্ষক একজন আঁকার শিক্ষক দুজনের সাম্মানিক বেতন হিসাবে ২৫ হাজার টাকার চেক তুলে দেন অবসরপ্রাপ্ত শিক্ষক তপন ঘোষ।
এই দুই শিক্ষকের প্রতি মাসে যা সাম্মানিক তপনবাবু দিয়ে যাবেন।প্রতিভাবান শিল্পীদের সুযোগ দেওয়ার জন্যই এই ধরনের উদ্যোগকে তিনি কাজে লাগাচ্ছেন।তপন বাবু আরো বিদ্যালয়ের খেলাধুলার মান উন্নয়নে তিন বিঘা জমি ও দান করেছেন।তপন ঘোষ বিদ্যালয়ের পরিচালন কমিটির বর্তমান সভাপতি।বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন তিনি।১০ বছর অবসর নিয়েছেন তিনি।এদিন তিনি জানিয়েছেন যে বিদ্যালয়ের উন্নতিতে এযাবৎকাল প্রায় ৮ লক্ষ টাকা দান করলেন।ভবিষ্যতেও আরো করবেন।
বিদ্যালয়ের বর্তমান ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় ৮০০ জন।শিক্ষক শিক্ষিকা রয়েছেন ২৫ জন।
মন্তেশ্বর থানা এলাকার মধ্যে এই ধরনের বিদ্যালয় খুব কম চোখে পড়ে এবং এই ধরনের শিক্ষকের অভাব বলে মনে করেন বিদ্যালয়ের শিক্ষকরা।
আরও পড়ুনঃ বন্ধনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরবল মন্ডল জানিয়েছেন যে,”আমরা ভীষণ ভাবে খুশি এবং এই ধরনের উদ্যোগ খুব কম চোখে পড়ে তপন বাবু আমাদের সহকর্মী থাকাকালীন তখন থেকেই এই ধরনের উন্নয়নে তার যে সহযোগিতা আমরা কোনদিন ভুলবো না।বিদ্যালয়ের লাইব্রেরী থেকে শুরু করে সমস্ত বিষয়ের উন্নয়নে ভীষণভাবে এগিয়েছে আর্থিক সহযোগিতা খুব কম শিক্ষকরাই করে থাকেন। তপনবাবুর দীর্ঘায়ু কামনা করি এবং ভবিষ্যৎ আমাদের পাশে থাকবেন এই সেই আশা রাখি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584