নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
২০০২ সালের গুজরাত দাঙ্গা মামলায় সমাজকর্মী তিস্তা শীতলবাদ ও প্রাক্তন ডিজিপি আর বি শ্রীকুমারের জামিনের আবেদন খারিজ করে দিল গুজরাত আদালত। গত ২৫ জুন তিস্তা শীতলবাদ ও আরবি শ্রীকুমারকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, তার একদিন আগেই জাকিয়া জাফরি-র মামলায় গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া বিশেষ তদন্তকারী দল (সিট)-এর ক্লিনচিট বহাল রাখে সুপ্রিম কোর্ট। সেই গ্রেপ্তারির বিরুদ্ধেই জামিনের আবেদন জানিয়েছিলেন তিস্তা ও শ্রীকুমার। শনিবার বিকেলে আহমেদাবাদ সেশন কোর্ট এই দুই জামিনের আবেদনই খারিজ করে দেয়। এই জামিন মামলার শুনানিতে সরকার পক্ষের কৌঁসুলি মিতেশ আমিন বলেন,জাকিয়া জাফরিকে তিস্তা শীতলবাদ ও দুই প্রাক্তন আইপিএস আর বি শ্রীকুমার এবং সঞ্জীব ভাট ষড়যন্ত্র সাজানোর জন্য ব্যবহার করেছেন।
আরও পড়ুনঃ SSC মামলায় এবার তথ্য বিকৃতির অভিযোগ উঠলো কমিশনের বিরুদ্ধে
এই জামিনের মামলার সওয়াল-জবাব শেষ হয় ২১ জুলাই কিন্তু আদালত ২৬ জুলাই পর্যন্ত রায়দান স্থগিত রাখে। এরপরেও ২৭, ২৮ ও ২৯ জুলাই রায় ঘোষণা পিছিয়ে যায় অবশেষে শনিবার বিচারপতি ডি ডি ঠক্কর অবসর গ্রহণের কয়েক ঘন্টা আগে এই মামলার রায় ঘোষণা করলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584