জাকিয়া জাফরি শুধুই এক ‘টুল’, জামিন খারিজ তিস্তা ও শ্রীকুমারের

0
41

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

২০০২ সালের গুজরাত দাঙ্গা মামলায় সমাজকর্মী তিস্তা শীতলবাদ ও প্রাক্তন ডিজিপি আর বি শ্রীকুমারের জামিনের আবেদন খারিজ করে দিল গুজরাত আদালত। গত ২৫ জুন  তিস্তা শীতলবাদ ও আরবি শ্রীকুমারকে গ্রেপ্তার করে পুলিশ।

ছবিঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 

উল্লেখ্য, তার একদিন আগেই জাকিয়া জাফরি-র মামলায় গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া বিশেষ তদন্তকারী দল (সিট)-এর ক্লিনচিট বহাল রাখে সুপ্রিম কোর্ট। সেই গ্রেপ্তারির বিরুদ্ধেই জামিনের আবেদন জানিয়েছিলেন তিস্তা ও শ্রীকুমার। শনিবার বিকেলে আহমেদাবাদ সেশন কোর্ট এই দুই  জামিনের আবেদনই খারিজ করে দেয়। এই জামিন মামলার শুনানিতে সরকার পক্ষের কৌঁসুলি মিতেশ আমিন বলেন,জাকিয়া জাফরিকে তিস্তা শীতলবাদ ও দুই প্রাক্তন আইপিএস আর বি শ্রীকুমার এবং সঞ্জীব ভাট ষড়যন্ত্র সাজানোর জন্য ব্যবহার করেছেন।

আরও পড়ুনঃ SSC মামলায় এবার তথ্য বিকৃতির অভিযোগ উঠলো কমিশনের বিরুদ্ধে

এই জামিনের মামলার সওয়াল-জবাব শেষ হয় ২১ জুলাই কিন্তু আদালত ২৬ জুলাই পর্যন্ত রায়দান  স্থগিত রাখে। এরপরেও ২৭, ২৮ ও ২৯ জুলাই রায় ঘোষণা পিছিয়ে যায় অবশেষে শনিবার বিচারপতি ডি ডি ঠক্কর অবসর গ্রহণের কয়েক ঘন্টা আগে এই মামলার রায় ঘোষণা করলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here