জাতীয় সড়কে সরাসরি নামবে যুদ্ধ বিমান, রাজ্যের ১০ জায়গায় কাজ শুরু

0
318

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

লাদাখের ভারত-চিন সীমান্ত পরিস্থিতি যেভাবে ক্রমাগত বদলাচ্ছে, তাতে যে কোনও রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চাইছেন ভারতীয় সেনা আধিকারিকরা। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরের মতো অসামরিক বিমানবন্দর থেকেও বায়ুসেনার মহড়া সেরে রেখেছিলেন ইস্টার্ন কমান্ড সেনা আধিকারিকরা।

Rafael jet | newsfront.co
প্রতীকী চিত্র

এবার যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে রাজ্যের জাতীয় সড়ক ব্যবহার করে দ্রুত যুদ্ধ বিমান ওঠা নামা করানো যায়, তার জন্য ভারতীয় বায়ুসেনা ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে রাজ্যের ১০ টি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হল। ইস্টার্ন এয়ার কমান্ড সূত্রে এমনটাই জানানো হয়েছে।

২০১৫ সাল থেকে এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। উত্তরপ্রদেশ ও গুজরাটে ইতিমধ্যেই এই ধরনের কাজ করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ লাগোয়া সিকিম ও অন্যান্য রাজ্য চিন-লাগোয়া হওয়ার কারণে এই রাজ্যের জাতীয় সড়কগুলিকেও ব্যবহার করে নিরাপত্তা আরও জোরদার করতে চাইছে ভারতীয় সেনা।

আরও পড়ুনঃ পরিস্থিতি বিচারে কোয়ারেন্টাইন নিয়মে রাজ্যে রাজ্যে ঘটছে রদবদল

তাই রাজ্যের জাতীয় সড়কের এমন ১০ টি জায়গায় সম্প্রসারণ করে বায়ুসেনা ঘাঁটি থেকে যাতে সহজে যুদ্ধবিমান ওঠানামা করতে পারে, তার ব্যবস্থা করে রাখা হচ্ছে। ওই নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট ব্যবহার করে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।

আরও পড়ুনঃ আজ থেকে রাজ্যজুড়ে ফের শুরু হচ্ছে আধারের কাজ

জানা গিয়েছে, ইতিমধ্যে এর জন্য ৬০ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হয়ে গিয়েছে। এখান থেকে কাছেই রয়েছে কলাইকুন্ডা এয়ার বেস। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এই জায়গা থেকে সিকিম রাজ্যের পাশে চিন সীমান্তে উড়ে যেতে বায়ুসেনার ২০ মিনিট সময় লাগবে।

আরও পড়ুনঃ ৩০ সেপ্টেম্বর থেকেই আলিপুর চিড়িয়াখানায় চালু হচ্ছে অ্যাপ মারফত ই-টিকিট বুকিং

এই রানওয়ে তৈরির জন্যে, এর জন্যে ৬০ নম্বর জাতীয় সড়কের দু’পাশের প্রস্তাবিত এলাকার দু দিকে প্রায় ৩০ মিটার করে জায়গা নেওয়া হচ্ছে। জাতীয় সড়কের দুই লেনের মাঝের কংক্রিটের ডিভাইডার সরিয়ে ফেলা হচ্ছে। সেই জায়গা সমান্তরাল করে এই আপৎকালীন ৫ কিলোমিটার লম্বা রানওয়ে তৈরি হবে। সাত মাস সময় লাগবে। এছাড়া বনগাঁ, কৃষ্ণনগর, রাজগ্রাম, দুর্গাপুর-সহ আরও বিভিন্ন জায়গার জাতীয় সড়কে এই কাজ করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here