সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

পবিত্র রথযাত্রা উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা সাগরদ্বীপ বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা তার তহবিলের খরচ সাধারণ মানুষের জ্ঞাতার্থে পুস্তিকা আকারে প্রকাশ করে পৌঁছে দিলেন ভোটারদের হাতে।
২০১৮-১৯ অর্থবর্ষে তিনি কি কি কাজ করেছেন সাগর বিধানসভা কেন্দ্রের নামখান এবং সাগর ব্লক জুড়ে তার তথ্য তিনি প্রতিবছরের মতো এবছরও তুলে দেন।

ক্ষমতায় আসার পর একের এক হয়েছে দক্ষিন সুন্দরবনে উন্নয়ন।কখনও সুন্দরবন উন্নয়ন দপ্তর,কখনও বা সাগর বকখালি উন্নয়ন দপ্তর।দুই দপ্তরের সহযোগে উন্নিত হয়েছে সুন্দরবন।
যার বহিঃপ্রকাশ গঙ্গাসাগর দ্বীপ। দক্ষিন সুন্দরবনের বড় দ্বীপ সাগর দ্বীপ।দুটি ব্লকের তিন লক্ষ মানুষের বাস সাগর বিধানসভায়।দুশো বছর আগে যে দ্বীপ সৃষ্টি হয়েছিল।যে দ্বীপের নাম শুনলে মানুষ ভীত হত সে ভয় সেই অনুন্নয়ন আজ অতীত।
আরও পড়ুনঃ লালগড়ের রাজবাড়িতে মহাসমারোহে আয়োজিত ঐতিহ্যবাহী রথযাত্রা

শিক্ষা থেকে যোগাযোগ ব্যবস্থা।বিদ্যুতায়ন পানীয় জলের ব্যবস্থা,প্রাকৃতিক দুর্যোগের বাঁধ ভাঙা নোনা জলে প্লাবিত হওয়ার দুঃস্বপ্ন আজ শেষ হয়েছে।

সাগর বিধানসভার নামখানা ও সাগর ব্লকের বিধায়ক এলাকায় উন্নয়ন তহবিল , সাংসদ তহবিল পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়।
২০১৮-১৯ আর্থিক বর্ষে এমএলএ কোটাই দুটি ব্লকে খরচ করেছেন ৬০ লক্ষ টাকা। সাংসদ তহবিলে দ্বারা ৭০ লক্ষ টাকা। এছাড়া রাজ্য সরকারের আর্থিক তহবিলে ৩ কোটি।সুন্দরবন উন্নয়ন দপ্তরে প্রচুর কাজ করছে।এছাড়া বেশি কাজ করেছেন গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট বোর্ড।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ জেলা পরিষদ সদস্য সন্দীপ পাত্র সহ কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ স্বপন প্রধান, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি অপূর্ব রঞ্জন গিরি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
সাগর বিধান সভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা জানান, বাকি কাজ সম্পন্ন করা হবে। নামখানা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় রাস্তা ঘাট নলকূপ পানীয় জল বিল্ডিং নির্মাণের জন্য তার তহবিল থেকে আর্থিক অনুদান বরাদ্দ করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের মাধ্যমে। আগামী দিনে দক্ষিণ ২৪ পরগনা সাগর দ্বীপে এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে।
অগ্রগতি ঘটাতে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিরোধী শক্তি বারংবার শাসক দলের প্রতি অপ প্রচার করলেও সাগরদ্বীপ থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদ বিপুল ভোটে জয়লাভ করে গেছেন।
উন্নয়নকে হাতিয়ার করে তিনি আগামী দিনে সাগরদ্বীপকে বিশ্বের কাছে বিস্ময় করে তুলবেন।এছাড়া সাগরের যে বাকি ভাঙা বাঁধ রয়েছে তা তিনি ট্রেটাফিটের মাধ্যমে সুস্পূর্ন করবেন।যার কাজ চলছে একটি অংশে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584